27 July- 2024 ।। [bangla_date]


হরতালের প্রভাব পড়েনি ঝালকাঠিতে্ সমর্থনে বিএনপির মিছিল পন্ড নেতার চেম্বার ভাঙচুর জেলায় আটক ১৮

দূরযাত্রা রিপোর্ট ॥ বিএনপির ডাকা হরতালে ঝালকাঠিতে কোন প্রভাব পরেনি। সবকিছু ছিল স্বাভাবিক। দূরপাল্লা ছাড়া ঝালকাঠি থেকে সকল রুটের বাস চলাচল করেছে বলে জানিয়েছে বাস মালিক সমিতি। বিএনপি নেতাকর্মীদের কোন তৎপরতা চোখে পরেনি। তবে আইনশৃংখলা বাহিনীর সতর্ক অবস্থান ছিল সড়কসহ বিভিন্ন স্থানে। অফিস আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানসহ ব্যবসা প্রতিষ্ঠান প্রতিদিনের মতো স্বাভাবিক ছিল।
হরতালের সমর্থনে মিছিল করায় ঝালকাঠিতে জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনের চেম্বার ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় সিসি ক্যামেরা, একাধিক মোটরসাইকেল ও জানালার গ্লাস ভাঙচুর হয়েছে। রবিবার সকাল ১১টার দিকে শহরের মহিলা কলেজ সড়কে তাঁর বাসবনের নিচতলার চেম্বারটি ভাঙচুর করা হয়। ঘটনাস্থল থেকে পুলিশ বিএনপির তিন নেতাকর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে মোট ১৮ জনকে আটক করেছে।
জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ হোসেন অভিযোগ করেন, সকালে হরতালের সমর্থনে মিছিল নিয়ে শহরে প্রবেশ করি। কিছুক্ষণ পরেই যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এসে লাঠিসোটা নিয়ে আমাদের ধাওয়া দেয়। আমরা আইনজীবী সমিতিতে আশ্রয় নিলে তারা সেখানেও আমাদের ধেয়ে আসে। এক পর্যায়ে আমারা আদালত ভবনের ভিতরে যাই। এরপর তাঁরা সদস্য সচিবের বাস ভবনে গিয়ে চেম্বার ভাঙচুর করে। চেম্বারের সামনে থাকা দুটি মোটরসাইকেল সিসি ক্যামেরা ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় চেম্বারের ভেতর থেকে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন, বিএনপির মিডিয়াসেল কর্মী আরিফ হোসেন ও বিএনপি সমর্থিত আইনজীবী মো. তুষারকে আটক করে।
এ ব্যাপারে জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির বলেন, যুবলীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ নিয়ে ব্যস্ত ছিলাম। কারা ভাঙচুর করেছে, তা আমরা জানি না। এদিকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে জেলার বিভিন্ন স্থান থেকে আরো ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে।
ঝালকাঠি থানা পুলিশ জানায়, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল বলেন, আটককৃতদের বিরুদ্ধে টায়ার জালানোসহ বিভিন্ন স্থানে পিকেটিং করার অভিযোগ পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর নির্দেশে কার্যালয়ের গাছ কেটে নিয়ে বরিশালে যাবার সময় আটক ঝালকাঠি নার্সিং কলেজ অধ্যক্ষ-শিক্ষক দ্বন্ধে অচল অবস্থা পাল্টাপাল্টি অভিযোগ ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে মুরগি পেয়ে ক্রেতারা খুশি ঝালকাঠির বাজারে মুরগি উধাও ॥ ক্রেতারা হতাশ কৃষি বিপনন কর্মকর্তা কিছু জানেনা ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ঝালকাঠিতে গাঁজা ও রাজাপুরে গাছসহ ২ বিক্রেতা আটক ঝলকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার আগের তদন্ত প্রতিবেদন চাপা রেখেই আরেক দূর্নীতির তদন্ত শুরু ঝালকাঠি বিআরটিএ অফিসে লাইসেন্স আবেদনের ফাইল চলে যায় দালালের কাছে অভিযোগ অস্বিকার কর্তৃপক্ষের রাজাপুর ও কাঁঠালিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ কাঠালিয়ায় মামলার প্রধান আসামী সাগর র‌্যাবের জালে আটক