নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঃ ঝালকাঠির নলছিটি পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন পৌর মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান। সোমবার সকালে পৌরসভা ভবন ও শহরের গুরুত্বপূর্ণ সড়কের আশপাশ এলাকায় একদল পরিছন্নতা কর্মীদের নিয়ে তিনি এ অভিযানে অংশগ্রহণ করেন।
পৌরসভা সূত্রে জানা গেছে ,গত ১৯ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম জাতীয় পর্যায়ে এ কর্মসূচির উদ্বোধন করেন। এরপর ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত উপজেলা পর্যায়ে সপ্তাহব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় পৌর কর্তৃপক্ষ নানা কর্মসুচি শুরু করেন। এসব কার্যক্রমে উপস্থিত ছিলেন নলছিটি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মীর বহার, পৌর কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, কাউন্সিলর আবদুল্লাহ আল মামুন লাভলু, শহিদুল ইসলাস টিটুসহ পৌরসভার সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
নলছিটি পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহেদ কবির খান বলেন, সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। তাই আমরা কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী মশক নিধনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি হাতে নিয়েছি। পৌরসভার প্রতিটি ওয়ার্ড কাউন্সিলরদের মশক নিধনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। তিনি আরও বলেন,ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষায় পৌরবাসীকে বাড়ির উঠান, আঙ্গিনা ও চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানিয়েছেন।