দূরযাত্রা রিপোর্ট ঃ শিশুর জন্য বিনিয়োগ করি, ভবিষ্যত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য নিয়ে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। এবারের বিষয় ছিলো “জলবায়ু পরিবর্তনের প্রভাব ও শিশুদের ভবিষ্যত”। গতকাল ৩০ অক্টোবর বিকেলে জেলা শিল্পকলা একাডেমীতে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদেরকে পুরস্কার বিতরন করেন ঝালকাঠি রিপোর্টার্স ইউনিটির সভাপতি হাসনাইন তালুকদার দিবস।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্ক ফোর্স (এনসিটিএফ), ঝালকাঠি, জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে শিশু প্রতিযোগী ও অভিভাবক ছাড়াও উপস্থিত ছিলেন, ইয়েস বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট ভলেন্টিয়ার বীথি শর্মা বনিক এবং মো. নয়ন তালুকদার। প্রতিযোগীতায় প্রথম স্থান অধিকার করেছে ঝালকাঠি উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের ৯বম শ্রেণীর শিক্ষার্থী নূরুন্নাহার ইসলাম মুনা, ২য় হয়েছে একই বিদ্যালয়ের ৩য় শ্রেনীর নাজিফা লিবা এবং তৃতীয় হয়েছে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ৩য় শ্রেণির তাসনিম ইসলাম।