দূরযাত্রা রিপোর্ট ॥ ঝালকাঠিতে জমি নিয়ে বিরোধের জেরে হাসান হাওলাদার নামে এক ব্যক্তির বসত ঘরে হামলা চালিয়ে মারধর ও সীমানা প্রচীর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার বিকেলে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের হরিপাশা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় হাসানের বাবা খালেক হাওলাদার (৬০), মা ছালেহা বেগম (৫৫) ও স্ত্রী কলি আক্তার (২৫) আহত হয়। ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ঝালকাঠি থানায় অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হাসান হাওলাদার।
অভিযোগে জানা যায়, হরিপাশা গ্রামের মান্নান তালুকদারের কাছ থেকে ১৬ শতাংশ জমি কিনে বসতঘর তুলে দীর্ঘদিন ধরে বসবাস করছেন আব্দুল খালেক হাওলাদার। তাঁর ছেলে হাসান হাওলাদার ঢাকায় চাকরি করেন। কিছুদিন আগে গ্রামের বাড়িতে এসে তিনি সীমানা প্রাচীর নির্মাণ করেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হয় প্রতিবেশী ফারুক হাওলাদার, বারেক হাওলাদার, মালেক হাওলাদার রিয়াজুল ইসলামের পরিবারের সঙ্গে। বিরোধের জের ধরে লোকজন নিয়ে প্রতিপক্ষরা হাসান হাওলাদারের বসতঘরে প্রবেশ করে ভাঙচুর চালায়। এতে বাধা দিলে হাসানের বাবা খালেক হাওলাদার (৬০), মা ছালেহা বেগম (৫৫) ও স্ত্রী কলি আক্তারকে (২৫) পিটিয়ে আহত করে প্রতিপক্ষরা। এসময় তারা ঘরের ভেতর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। পরে হামলাকারীরা নতুন নির্মাণ করা বাড়ির সীমানা প্রাচীর ভেঙে ফেলে।
ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) গৌতম কুমার ঘোষ বলেন, ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আব্দুল মালেক হাওলাদার বলেন, আমাদের বাড়ির রাস্তার মধ্যে সীমানা প্রাচীর নির্মাণ করেছে। বিষয়টি সমাধান না করেই তারা এই সীমানা প্রাচীর নির্মাণ করে। কারা ভেঙেছে আমরা জানি না।