2 January- 2025 ।। [bangla_date]


ঝালকাঠিতে যুব দিবসে অনুষ্ঠানের সভাপতি অতিরিক্ত  জেলা প্রশাসক মো: রুহুল আমিন (সার্বিক) প্রশিক্ষন প্রাপ্ত যুবকদের চেক প্রদান করছেন -দূরযাত্রা।

ঝালকাঠি ও কাঠালিয়ায় জাতীয় যুব উন্নয়ন দিবস উদযাপন

দূরযাত্রা রিপোর্ট ঃ “স্মার্ট যুব,  সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে  ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ দিবসটি  উপলক্ষে বর্নাঢ্য র্যালী, আলোচনা সভা, সনদ পত্র ও যুব ঋনের চেক বিতরন করা   হয়েছে। ১ নভেম্বর সকাল ৯ টায় ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ করে, জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভার্চুয়ালীযুক্ত ছিলেন প্রধান অতিথি আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্প মন্ত্রী আমির হোসেন আমু এমপি। অতিরিক্ত  জেলা প্রশাসক মো: রুহুল আমিন (সার্বিক) এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরের   উপপরিচালক কে এম নুরুদ্দিন, ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল,  জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র তরুন কুমার কর্মকার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী,  দেশ বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো মিজানুর রহমান । এ ছাড়াও  বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং যুবরা  উপস্থিত ছিলেন। সভা শেষে যুব উন্নয়নের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থীদের সনদপত্র ও ৮ জন যুবকে ৫ লাখ ২০ হাজার টাকা ঋনের চেক বিতরন করা হয়
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি জানান, ঝালকাঠির রাজাপুরে “স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে। ১ লা নভেম্বর বুধবার সকাল ১০ টা ৩০ মিনিট থেকে এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। 
যুব উন্নয়ন অধিদপ্তর কাঠালিয়া উপজেলা শাখা ও কাঠালিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে একটি যুব র‌্যালী উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। 
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঠালিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার,  উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম,  কাঠালিয়া থানা অফিসার ইনর্চাজ মোঃ শহীদুল ইসলাম,  ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হক নাহিদ সিকদার, মোঃ আমিরুল ইসলাম ফোরকান সিকদার, মোঃ মিঠু সিকদার,  অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুল  ইসলাম ।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা যুক্তরাষ্ট্র নিউইয়র্ক বিএনপি সভাপতি সেলিম রেজার।  বিশেষ শিশুদের জন্য শীতের কম্বল নিয়ে ছুটে এলেন ঝালকাঠি জেলা প্রশাসক ঝালকাঠি ছাত্রদলের সমাবেশে ভারত মুক্ত বাংলাদেশের দাবি জীবা আমিনা খানের দরিদ্র মানুষের শীত নিবারণে নলছিটিতে জেলা প্রশাসকের কম্বল বিতরণ ঝালকাঠি পুলিশের সাথে বরিশাল রেঞ্জ ডিআইজির আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নলছিটিতে অবৈধ ৬ ইটের ভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান জরিমানা নল‌ছি‌টি‌তে সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নিহত নলছিটিতে তিন জুয়ারি গ্রেপ্তার ইসলামী আন্দোলন ঝালকাঠি শাখার নিরাপদ সড়কের দাবিতে স্মারকলিপি প্রদান ঝালকাঠি প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক