22 December- 2024 ।। [bangla_date]


ছবি প্রতীকি।

সাবেক দুই এমপিসহ বরিশালে বিএনপি’র ১৬ নেতাকর্মী আটক

বরিশাল প্রতিনিধি ॥ কেন্দ্রীয় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক ও বরিশাল জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বরিশাল নগরীর সিঅ্যান্ডবি রোড ১নং পুল সংলগ্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
যদিও পুলিশ দাবি করছে, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশের নামে নাশকতার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকালে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন।
তিনি জানান, অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের দ্রুতই আদালতে সোপর্দ করা হবে।
এদিকে বিএনপির নেতারা বলছেন, পুলিশ ১০ জনের কথা বললেও তারা ১৬ জনকে গ্রেপ্তার করেছে। বাকি ১৩ জন হলেন, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল, সদস্য আবু মুসা কাজল, ১৬নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সাব্বির আলী শেখ, ৫নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হানিফ হাওলাদার, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দ্বীন ইসলামিক ইকু, মোহাম্মদ আনিস, সদস্য শামসুল আলম মন্টু, মহানগর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাওলাদার, ছাত্রদল নেতা সাকলাইন মোস্তফা, যুবদল নেতা রেজাউল রহমান কিরণ, চন্দ্র মোহন ইউনিয়ন বিএনপি নেতা কাজী মোহাম্মদ ফিরোজ, ১১নং ওয়ার্ড শ্রমিক দল নেতা মোহাম্মদ আসলাম হোসেন, ৪নং ওয়ার্ড ছাত্রদল নেতা রাশেদুজ্জামান খান এঞ্জেল।
ওদিকে সরকার পতনের আন্দোলনের অংশ হিসেবে বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন বুধবার সকাল সোয়া ৭টার দিকে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে বান্দ রোডে মহানগর ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। কর্মসূচিতে নেতৃত্ব দেন মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি। এসময় তারা টায়ারে অগ্নিসংযোগ করেন। তবে পুলিশ আসার আগেই বিক্ষোভ শেষ করে চলে যান নেতারা।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠি প্রবীণদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক কাঠালিয়ার বাসায় ঢুকে শ্বাসরোধ করে হত্যা টাকা ও স্বর্ণ লুট বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক বিএনপি নেতা জামাল বলেন যুদ্ধ না করেও আ’লীগ মুক্তিযুদ্ধের তালিকায় নাম দিয়ে সুবিধা নিয়েছে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে ঝালকাঠির গাভায় বিএনপির জনসমাবেশ শেখ হাসিনা আমুসহ ৪২ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে ঝালকাঠিতে ২ মামলা ঝালকাঠি সদর হাসপাতাল অ্যাম্বুলেন্সের টুলবক্স থেকে ৩৫ পিছ ইয়াবা উদ্ধার ঝালকাঠিতে মহান বিজয় দিবসের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত ২০১৮ সনে নলছিটিতে হামলার ঘটনায় থানায় দেয়া অভিযোগে জেবা খানের ক্ষোভ প্রকাশ নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকায় চিকিৎসা বন্ধ হবার উপক্রম নলছিটিতে খেলার মাঠ পার্ক নির্মানের দাবিতে সভা অনুষ্ঠিত