দূরযাত্রা রিপোর্ট ঃ গতকাল ৩ নভেম্বর জেল হত্যা দিবস স্মরণে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ঝালকাঠি শাখা’র উদ্যোগে শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্জলন ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর উপদেষ্টা ও সাবেক উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মু আল আমীন বাকলাই, উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান মইন তালুকদার, উপদেষ্টা ও ঝালকাঠি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সগীর হোসেন, ধ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন এর বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক শাকিল রনি, ঝালকাঠি জেলা সভাপতি রুবেল সম্পাদক উজ্জ্বল হোসেন ও কমিটির অর্ধশতাধীক সদস্য সদস্যাবৃন্দ।
বক্তারা বলেন জেলখানা একটি নিরাপদ স্থান, এখানে নৃশংসভাবে ৩ নভেম্বর এই ৪ নেতাকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর ৭ ই মার্চের ভাষণের উদ্বুদ্ধ হয়ে নয় মাসের স্বাধীনতা সংগ্রামকে এগিয়ে নিতে এই চার নেতার অবদান আধিক। ১০ই এপ্রিল মুজিবনগর সরকারের নেতৃত্ব দিয়েছিলেন এই চার নেতা। পাঠ্যপুস্তকে এই চার নেতার জীবনী অন্তর্ভুক্ত করা ও তাঁদের স্মরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের নিকট আহ্বান জানানো হয়।