দূরযাত্রা রিপোর্ট ঃ "পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে নানা আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৪ নভেম্বর) সকালে পুলিশ লাইনস থেকে একটি বর্ণাঢ্য রেলী বের করা হয়। রেলীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শেষে পুলিশ লাইনসের ড্রিলসেডে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার সাইদ, কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান সুরুজ, বীর মুক্তিযোদ্ধা শফিকুল আলম।
আলোচনা সভায় প্রধান অতিথি ফারাহ গুল নিঝুম বলেন, সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই। পুলিশ ম্যাজিষ্ট্রেট একই উদ্দেশ্যে মিলেমিশে কাজ করেন। তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন থাকায় পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন বেশী ব্যস্ত হয়ে পড়বে। এসময় সকলের সহযোগীতা প্রয়োজন হবে। এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন। সভা শেষে দুইজন বেস্ট কমিউনিটি পুলিশিং সদস্যকে ক্রেষ্ট প্রদান করা হয়।
Mobile : 01712387795, Email : dailydurjatra@gmail.com