দূরযাত্রা রিপোর্ট ঃ ক্যানসারে আক্রান্ত মাদরাসা ১ম বর্ষের মেধাবী ছাত্র আলিম মেহেদী হাসান ওরফে সজিব (২০) চিকিৎসা সহায়তা চেয়েছে স্বচ্ছল ব্যক্তিদের কাছে।
রাজাপুর উপজেলার সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মনোহরপুর গ্রামের জয়নাল আবেদীন ও মোর্শেদা আক্তার দম্পতির ২ পুত্র ও ১ কন্যার মধ্যে মেহেদী হাসান সজিব সবার বড়। ওরা ভাইবোন সবাই মেধাবী। বাবা মনোহরপুর মরহুম ফজলুল হকের জামে মসজিদের জুম্মার নামাজের খতিব,ও ছোট একটি দোকানে চা,পান এর বিক্রেতা। স্নেহের সন্তান সজিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে পরিবারটি পাগলের মতো হয়ে পড়েছে।
ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের রক্তরোগ ও ব্লাডক্যান্সার বিশেষজ্ঞ সহযোগী অধ্যাপক, হেমাটোলজি বিভাগ ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম এর তত্ত্বাবধানে চিকিৎসা করতে গিয়ে নানা পরীক্ষা-নিরিক্ষা শেষে, সজিব ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয় বলে জানা যায়।
গত ৩ নভেম্বর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ডাক্তার মোহম্মদ মনিরুল ইসলাম (হেমাটোলজি বিভাগ, ওয়ার্ড- ৯০১, বেড-২৮, রুম নং ০৫) তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসায় প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার টাকা ব্যয় হচ্ছে।
তার পরিবারের পক্ষ থেকে মোঃ জয়নাল আবেদীন, সঞ্চয়ী হিসাব নম্বর-০৩২৯১০০০১০৭৬১, সোনালী ব্যাংক লি:, রাজাপুর শাখা, ঝালকাঠি। মোবাইল ও বিকাশ নম্বর- ০১৭২৯১০০০৬৫ ঠিকানায় সহায়তার অনুরোধ জানিয়েছে।