দূরযাত্রা রিপোর্ট ঃ বিএনপি’র অবরোধের প্রতিবাদে ঝালকাঠিতে আওয়ামীলীগ শান্তি সমাবেশ নিয়ে সক্রিয় ছিল । বিএনপির কোন নেতাকর্মি মাঠে না থাকলেও প্রতিবাদ সভা ও মোটরসাইকেল মহড়া দিয়েছে আওয়ামীলীগ।
রবিবার সকাল ৮ টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ে আওয়ামী লীগ প্রতিবাদ শান্তি সভা করেছে। সভায় বক্তারা বিএনপি জামাতের বিভিন্ন সমালোচনা করেছেন। প্রতিবাদ সভা শেষে শহর জুড়ে মোটরসাইকেল মহড়া দিয়েছে সরকার দলীয় নেতাকর্মীরা। এ সময় বিএনপি জামাতের গুন্ডারা হুশিয়ার সাবধান, অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন । শেখ হাসিনার কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ইত্যাদি স্লোগান দিয়েছে তারা। মহড়ার নেতৃত্ব দিয়েছেন জেলা যুবলীগের আহবায়ক পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকির , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। নেতারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কার্যক্রম ও নৈরাজ্যের প্রতিবাদে আমরা রাজপথে আছি এবং থাকবো । অবরোধের নামে মানুষ হত্যা গাড়িতে আগুন সন্ত্রাস বন্ধে জনগণের জানমালের নিরাপত্তা দিতে রাজপথে আছি।