দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠিতে যুবদলের ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে ঝালকাঠি বরিশাল আঞ্চলিক মহাসড়কের মগড় এলাকায় অবরোধের সমর্থনে জেলা যুবদলের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান ,ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম হাসান খান সদস্য মোঃ নাজমুল মিরাজ সদস্য মোঃ লেলিন ,সোহেল, মুসফিক ,তাকের ।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য সচিব এ্যাডভোকেট আনিসুর রহমান খান বলেন, যতদিন পর্যন্ত এই অবৈধ সরকার ক্ষমতায় আছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। আমাদের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ফিরে যাব না। কেন্দ্র থেকে যে নির্দেশনা দেওয়া হবে আমরা আমাদের শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আমাদের ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছে নেতাদের গ্রেফতার করছে। ইতিমধ্যে আমাদের যে সকল নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে।