9 May- 2025 ।। [bangla_date]


পান বিক্রেতা মিলন তালুকদার- দূরযাত্রা।

নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত করো সবে পান বিক্রির টাকায় মিলনের সংসার

দূরযাত্রা রিপোর্ট ঃ নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহেনত করো সবে- হযরত মোহাম্মদ (সঃ) এর এই উপদেশ মনে রেখেই ভিক্ষা না করে মেহেনত করে সংসার চালাচ্ছেন মিলন। এতে যা আয় হচ্ছে তাতেই তিনি সন্তুষ্ট এবং চলছে সংসার। যা এই বাজারে চিন্তা করাই যায়না। এতা কম টাকায় কিভাবে সংসার চলছে এমন প্রশ্নে উত্তরে তিনি বলেন আল্লাহর রহমতে চলছে । আমিতো ভিক্ষা করিনা। কারো কাছে হাত পাতিনা। তাই আল্লাহ এই পরিশ্রমের বরকত হিসাবে যা দেন তাতেই চলে যাচ্ছে।
প্রতিদিন সকালে পানের বাক্স গলায় নিয়ে বাড়ি থেকে বের হন মিলন তালুকদার (৪০)। আর সারাদিন ছোটেন উপজেলার বিভিন্ন হাটে বাজারে। কারণ পান বিক্রির টাকায় চলে তার সংসার ও ছেলের পড়াশোনার খরচ । মিলন তালুকদার ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের আখরপাড়া গ্রামের মৃত শাহজাহান তালুকদারের ছেলে। স্ত্রী ও তিন ছেলেকে নিয়ে তার সংসার। 
৬ নভেম্বর সকালে নলছিটি লঞ্চঘাট বাজারে কথা হয় মিলন তালুকদারের সাথে। তিনি বলেন, চারবছর ধরে পান বিক্রির টাকায় আমার সংসার চলে। প্রতিদিন সাড়ে ৪ শত টাকার পান ও ৭০ টাকার জর্দা , কাঁচা-শুকনো সুপারি ও চুন নিয়ে বাড়ি থেকে বের হই।আমি  জাফরানি, ঢাকা, হেনাপাতি,হাকিমপূরী ও মিষ্টি এসব জর্দা দিয়ে ৫ টাকাতেই পান বিক্রি করি। এতে আমার সামান্য লাভ থাকে। এ থেকে কোনদিন ৩০০ টাকা আবার কোনদিন ৪০০ টাকা আয় হয়।
তিনি আরও বলেন, আমার বড় ছেলেটা ঢাকা একটি ওয়ার্কশপে পেটে ভাতে কাজ করে। মেজো ছেলেটা মাদরাসায় পড়াতে চাই। কিন্তু সামান্য আয়ে তা পারছি না। আর ছোট ছেলেটা একেবারেই ছোট। আমার সামান্য আয় হলেও আমার কাছে ভালো লাগে যে আমি হালাল রোজগার করি।
শহরের ব্যবসায়ী কামরুল হাসান বলেন, নলছিটিতে সপ্তাহে রোববার ও বুধবার এই দুইদিন হাট বসে। আর হাটের দিনে মিলন ভাইকে পান বিক্রি করতে দেখি। তার পান বিক্রি করে যা আয় হয় তা দিয়ে বাজার করে বাড়ি ফিরেন।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠিতে কারারক্ষী পদে স্বাস্থ্য পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ নার্সিং ডিপ্লোমাকে স্নাতকের দাবিতে ঝালকাঠির পাশা নার্সিং শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ধর্ম বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়কসহ নেতৃবৃন্দের অভিযোগ ঝালকাঠি সুগন্ধা নদী থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার ১৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল উদ্বোধনের দেড় বছরেও চালু হয়নি ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের লিডার বেসিক কোর্স উদ্ধোধন রাজাপুরে পদ স্থগিত নেতা নাসিমের বিরুদ্ধে এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংকেতের অপেক্ষায় ঝালকাঠির কাউন্সিল, দিনক্ষণ ঠিক না হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ঝালকাঠিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ২০ লাখ টাকার চেক প্রদান ঝালকাঠিতে কেন্দ্রে নকল ও সহায়তা করায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার ১৩ শিক্ষকের অব্যাহতি