মাসুম খান, ঝালকাঠি ঃ ঝালকাঠি-২ আসনের এমপি ও আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য আমির হোসেন আমু বলেছেন, বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে। তবে তা মোকাবেলা করে দেশের জনগন শেখ হাসিনার সাথে থেকেছে। আওয়ামী লীগের এ প্রবীণ নেতা আরও বলেন, সারের দাবী করায় বিএনপি সরকার আমলে ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়ে ছিলো। যারা শ্রমিক-কৃষকদের হত্যা করে তাদের কাছ থেকে উন্নয়নের সহযোগিতা পাওয়া যায় না বলেও মন্তব্য করেন। সোমবার ৬ নভেম্বর সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি বিভাগের আয়োজনে শীতকালীন শষ্যের বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির হোসেন আমু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী অফিসার অনুজা ম-ল। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, উপ-পরিচালক কৃষি সস্প্রসারণ অধিদপ্তর ঝালকাঠি মো: মনিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক তরুন কর্মকার, অনুষ্ঠানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ দুই শতাধিক কৃষক ও কৃষকলীগ নেতাবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।