দূরযাত্রা রিপোর্ট ঃ বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবীতে তৃতীয় ধাপের সর্বাত্মক অবরোধের সমর্থনে ঝালকাঠি জেলা বিএনপি বিভিন্নস্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ৮ নভেম্বর নলছিটি উপজেলার দপদপিয়া অংশে , ঝালকাঠি পিরোজপুর এবং ঝালকাঠি বরিশাল মহা সড়কের বিভিন্নস্থানে জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। দলীয় সূত্র এ তথ্য জানিয়েছে।
সূত্র জানায়, জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এবং ইট ও গাছের গুড়ি ফেলে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেয়। অবরোধে জনমনে চরম উদ্বেগ, আতঙ্ক ও উৎকন্ঠা রয়েছে। স্বাভাবিক দিনের চেয়ে যানবাহন চলাচল সীমিত । পুলিশের গ্রেফতার এড়িয়ে বিএনপি নেতৃবৃন্দ সীমিত আকারে কর্মসূচি পালন করছে। এ ব্যাপারে ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন বিএনপি মানুষের বাক স্বাধীনতা ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে রয়েছে ঝালকাঠিতে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে এবং সার্বিক তত্ত্বাবধানে সকল প্রতিকুলতার মধ্যেও আমরা অবোরধ করছি। বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশ তৃণমুল পর্যায়ে সাড়াশি অভিযান চালাচ্ছে। এসকল প্রতিকুলতার মধ্যেও দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।