নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি ঃ ইদুরের দিন হবে শেষ, গড়বো সোনার বাংলাদেশ। এই স্লোগানে ঝালকাঠির নলছিটি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পালিত হয়েছে জাতীয় ইঁদুর নিধন অভিযান -২০২৩। ৮ নভেম্বর বুধবার সকাল এগারোটায় উপজেলার কৃষি অফিস চত্বরে জাতীয় ইদুর নিধন অভিযানের রেলী শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নলছিটি উপজেলা কৃষি অফিসার সানজিদ আরা শাওন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নলছিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ সিদ্দিকুর রহমান।
এসময় অনান্যদের মধ্যে বক্তব্যে রাখেন, নলছিটি উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ ফিরোজ আলম এবং সাধারণত সম্পাদক মোঃ মহাসিন, উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার আবু জাফর মোঃ ইলিয়াছ। উপস্থিত ছিলেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক /কৃষাণী ইদুর নিধন অভিযানে অংশ গ্রহণ করেন।