রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা ঃ রাজাপুর সদরের আবাসিক এলাকার দক্ষিণ প্রান্তের ঢালাই উঠে যাওয়া টিএন্ডটি সংযোগ সড়ক ও ব্রীজটি ভাঙ্গা থাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রিক্সা ও ইজিবাইক এ সড়ক হয়ে ব্রীজ পার হতে চায়না। তাই দূর্ভোগ বেড়েই চলছে।
ব্রীজটি পার হয়ে রাজাপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজাপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতশত কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা মোঃ এনামুল হক, মোঃ মতিউর রহমান মামুন ও আরিফুর রহমান রনিসহ একাধিক এলাকাবাসি অভিযোগ করে বলেন, প্রাায় বিশ বছর আগে লোহার এ্যাংগেলের উপরে ঢালাই দিয়ে ব্রীজটি নির্মান করা হয়। প্রায় ৬/৭ বছর আগে থেকে ওই স্থানে এ ভঙ্গুর অবস্থার সৃষ্টি হয়েছে। বর্তমানে ব্রীজটি ভেঙ্গে নাজুক হয়ে গেছে। ব্রীজের সংযোগ সড়কে খানাখন্দ হওয়ায় রিক্সা, ইজিবাইক ও অন্যান্য কোন যানবাহন ওই সড়কে ঢুকতে চাচ্ছেনা। ফলে স্থানীয় বাসিন্দাদের বোঝা নিয়ে পড়েন চরম বিপাকে। এলাকার বহু স্থানে উন্নয়ন হচ্ছে কিন্তু উপজেলা সদরের ব্যস্ততম টি এন্ড টি সড়কের এ সমস্যা সংস্কারের কোন উদযোগ নেই। তাই ব্রীজটি নির্মানসহ সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসির। এ বিষয়ে উপজেলা এলজিইডি কর্মকর্তা অভিজিৎ মজুমদার বলেন, লোহার কাঠমোর উপরে নির্মিত ব্রীজ গুলি অস্থায়ী। উপজেলায় ওই ধরনের যতগুলো ব্রীজ আছে সবগুলো অর্থ বরাদ্দ সাপেক্ষে পর্যায় ক্রমে স্থায়ী ব্রীজ নির্মাণ করা হবে।