27 July- 2024 ।। [bangla_date]


ছবি প্রতীকি।

শুভ কার্তিকী পর্বোৎসব উপলক্ষে ঝালকাঠি পোনাবালীয়ায় সংকীর্তন মহাযজ্ঞ শুরু

হাসনাইন তালুকদার দিবস, ঝালকাঠি ঃ প্রতি বছরের মতো এবারো হৈমন্তিকী ঊষালগ্নে আবার এসেছে শুভ কার্তিকী পর্বোৎসব। এ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে স্বামী দয়ানন্দ অবধূত গুরুমহারাজের সাধনক্ষেত্র শিববাড়ি পার্শ্বস্থিত স্বামী অমলানন্দ অবধূত গুরুমহারাজের স্মৃতিবিজড়িত জন্মস্থান ও অবধূত সিদ্ধমাতা শ্রীশ্রী লক্ষ্মীদেবীর সমাধি অঙ্গন ঠাকুর বাড়ীতে শুরু হতে যাচ্ছে ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন মহাযজ্ঞ।
গতকাল ১২ নভেম্বর রবিবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সপ্তাহজুড়ে যজ্ঞানুষ্ঠান ছাড়াও দ্বাদশ শিব, অন্নপূর্ণা, মহাবীর, স্বামী দয়ানন্দ অবধূত, স্বামী অমলানন্দ অবধূত ও স্বামী রামেশ্বরানন্দ ঠাকুরবাড়ীর গুরুমহারাজের মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।
পূজা অর্চণা ছাড়াও ঠাকুরবাড়ীর গুরুমহারাজের মন্দির প্রাঙ্গনে ৪০ প্রহরব্যাপী এ অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করবেন, বাগের হাট জেলার ভক্ত নরোত্তম সম্প্রদায়, নেত্রকোনা জেলার কুলেশ্বরী সম্প্রদায়, নরসিন্দী জেলার ভক্ত হরিদাস সম্প্রদায়, মানিকগঞ্জ জেলার নিতাই গৌর সম্প্রদায়, বরগুনা জেলার চৈতন্য সুন্দর সম্প্রদায় এবং ঝালকাঠির স্বামী বিবেকানন্দ সম্প্রদায়।
এবারের কার্তিকী পর্বোৎসব উপলক্ষে সপ্তাহব্যপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, শুভ অধিবাস, মঙ্গলারতি, মধুমাখা গুরুনাম যজ্ঞ, অহোরাত্র, গুরুনাম সংকীর্তন, গুরুপূজা, স্তবস্তোত্র পাঠ, জীব জগতের কল্যাণ কামনায় বিশেষ হোম, অবধূত শক্তি সাগরে মহাস্নান,, প্রভাতী বন্দনা, বাল্যভোগ, গুরুদেবের পাদুকা স্নান এবং তার জন্মদিবসীয় বিশেষ পূজা, দ্বাদশ শিব, অন্নপূর্ণা ও মহাবীরের বিশেষ পূজা, অঞ্জলি প্রদান। 
অনুষ্ঠান প্রাঙ্গনে প্রতিদিন দুপুরে ভোগ নিবেদনান্তে প্রসাদ বিতরণ এবং ১৭ নভেম্বর মহোৎসবের মহাপ্রসাদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহনকারী নামামৃত পরিবেশনাকারী দলের মধ্য থেকে শ্রেষ্ঠ কীর্তনীয়া শিল্পীদেরকে পুরস্কার বিতরণ এবং শ্রীশ্রীঠাকুর ও অবধূত সংঘ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 
অনুষ্ঠানের শেষ দিন ১৮ নভেম্বর শনিবার ভোর ৬টায় মন্দির প্রদক্ষিণাত্তে নামযজ্ঞের সমাপ্তি এবং সকাল ৯ টায় ক্লান্মায়ণ গান পরিবেশন এবং রাতে নন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠি পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীর নির্দেশে কার্যালয়ের গাছ কেটে নিয়ে বরিশালে যাবার সময় আটক ঝালকাঠি নার্সিং কলেজ অধ্যক্ষ-শিক্ষক দ্বন্ধে অচল অবস্থা পাল্টাপাল্টি অভিযোগ ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে সরকার নির্ধারিত মূল্যে মুরগি পেয়ে ক্রেতারা খুশি ঝালকাঠির বাজারে মুরগি উধাও ॥ ক্রেতারা হতাশ কৃষি বিপনন কর্মকর্তা কিছু জানেনা ঝালকাঠিতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত ডিবি পুলিশের পৃথক অভিযানে ঝালকাঠিতে গাঁজা ও রাজাপুরে গাছসহ ২ বিক্রেতা আটক ঝলকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তার আগের তদন্ত প্রতিবেদন চাপা রেখেই আরেক দূর্নীতির তদন্ত শুরু ঝালকাঠি বিআরটিএ অফিসে লাইসেন্স আবেদনের ফাইল চলে যায় দালালের কাছে অভিযোগ অস্বিকার কর্তৃপক্ষের রাজাপুর ও কাঁঠালিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ কাঠালিয়ায় মামলার প্রধান আসামী সাগর র‌্যাবের জালে আটক