12 April- 2025 ।। [bangla_date]


ঝালকাঠিতে বিএনপির বিচ্ছিন্ন পিকেটিং পন্ড গ্রেফতার ১

দূরযাত্রা রিপোর্ট ॥ বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের ১ দফা দাবীতে চতুর্থ  ধাপে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন । প্রথম দিন ১২ নভেম্বর রবিবার সকালে এবং দুপুরে নেতাকর্মীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়কে  নলছিটি উপজেলার দপদপিয়া অংশে , ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক সড়কে ছত্রকান্দা এলাকায় এবং ঝালকাঠি -বরিশাল সড়কের ভৈরপপাশা ও ষাটপাকিয়া এলাকায় নেতাকর্মীরা বিক্ষোভ টায়ারে আগুন জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করেছে বলে জানাযায়। দুপুর  ১.৩০ দিকে ছাত্রদলের আরেকটি অংশ ঝালকাঠী মানপাশা টেম্পু স্টান্ডের কাছে মিছিল নিয়ে বের হওয়ার সময় টহল পুলিশ তাদের দাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পুলিশের অব্যহত ধর পাকর,  গ্রেফতার অভিযানের কারণে বড় জমায়েত করপ কর্মসুচী পালন করতে পারছেন না বলে অভিযোগ করেন  ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন। তিনি আরো বলেন,  বিএনপি ভূলন্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধারে এবং  মানুষের বাক স্বাধীনতা ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য শান্তি পূর্ন  আন্দোলন কর্মসুচী করছে। ঝালকাঠিতে জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এর নেতৃত্বে এবং সার্বিক ব্যবস্থাপনা ও তত্বাবধানে সকল প্রতিকুলতার মধ্যেও আমরা শান্তিপূর্ন অবোরধ কর্মসুচী করছি। পুলিশ নিরীহ  বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে গ্রাম পর্যায়ে সাড়াশি অভিযান চালাচ্ছে। আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ উস্কানি মুলক শ্লোগান দিয়ে এবং হুমকি ধমকি দিয়ে জনমনে আতঙ্ক সৃস্টি করছে। এসকল প্রতিকুলতার মধ্যেও দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। অবরোধে আঞ্চলিক পর্যায়ে যানবাহন চললেও যাত্রী সংখ্যা খুবই কম ছিল। দূরপাল্লার বাস চলাচল করেনি। মানুষের মধ্যে উদ্বেগ উৎকন্ঠা রয়েছে।
এদিকে ছত্রকান্দা এলাকায় জেলা ছাত্রদলের মিছিল পরবর্তী বিকেলে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা তাতীদলে যুগ্ন সম্পাদক মাহমুদুল হাসান বাদল কে গাবখান ব্রিজের ঢাল থেকে ঝালকাঠী থানা পুলিশ গ্রেফতার করেছে বলে দলীয় সূত্র জানায়।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
কাজ শেষ না করেই ১ কোটি ৬৯ লাখ টাকার বিল প্রদানের অভিযোগ উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ঝালকাঠিতে নানা আয়োজনে জাটকা সংরক্ষণ সপ্তাহে র‌্যালী আলোচনা সভা গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ঝালকাঠিতে বিক্ষোভ মিছিল ও হরতাল কর্মসূচি পালন প্রাকৃতিক সৌন্দর্য ও সবুজ বনায়নে ঘেরা দুর্গাসাগর এখন দক্ষিণাঞ্চলের অন্যতম দর্শনীয় স্থান কাঠালিয়া মন্দির পরিদর্শনে সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা সৈকত কাঠালিয়া উপজেলা বিএনপিঃ সম্পদক নিজামের বিরুদ্ধে শৃংখলা ভঙ্গ ও চাঁদাবাজির অভিযোগে ৩ দিনের শোকজ মাদক বিক্রিতে বাঁধা দেয়ায় হামলার প্রতিবাদে মানববন্ধন নলছিটিতে পুকুর মাছ ধরাকে কেন্দ্র করে হামলায় আহত ৩ ঝালকাঠির মানপাশা গ্রামে ডাকাত সন্দেহে মোবাইল মটরসাইকেল সহ আটক ১ গরীব মানুষের মাঝে সিটি ক্লাব ও পাঠাগার এর ঈদ সামগ্রী বিতরণ।