হাসনাইন তালুকদার দিবস, ঝালকাঠি ঃ প্রতি বছরের মতো এবারো হৈমন্তিকী ঊষালগ্নে আবার এসেছে শুভ কার্তিকী পর্বোৎসব। এ উপলক্ষে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নে স্বামী দয়ানন্দ অবধূত গুরুমহারাজের সাধনক্ষেত্র শিববাড়ি পার্শ্বস্থিত স্বামী অমলানন্দ অবধূত গুরুমহারাজের স্মৃতিবিজড়িত জন্মস্থান ও অবধূত সিদ্ধমাতা শ্রীশ্রী লক্ষ্মীদেবীর সমাধি অঙ্গন ঠাকুর বাড়ীতে শুরু হতে যাচ্ছে ৪০ প্রহরব্যাপী গুরুনাম সংকীর্তন মহাযজ্ঞ।
গতকাল ১২ নভেম্বর রবিবার থেকে শুরু হওয়া এ অনুষ্ঠান চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সপ্তাহজুড়ে যজ্ঞানুষ্ঠান ছাড়াও দ্বাদশ শিব, অন্নপূর্ণা, মহাবীর, স্বামী দয়ানন্দ অবধূত, স্বামী অমলানন্দ অবধূত ও স্বামী রামেশ্বরানন্দ ঠাকুরবাড়ীর গুরুমহারাজের মন্দিরে বিশেষ পূজা অনুষ্ঠিত হবে।
পূজা অর্চণা ছাড়াও ঠাকুরবাড়ীর গুরুমহারাজের মন্দির প্রাঙ্গনে ৪০ প্রহরব্যাপী এ অনুষ্ঠানে নামামৃত পরিবেশন করবেন, বাগের হাট জেলার ভক্ত নরোত্তম সম্প্রদায়, নেত্রকোনা জেলার কুলেশ্বরী সম্প্রদায়, নরসিন্দী জেলার ভক্ত হরিদাস সম্প্রদায়, মানিকগঞ্জ জেলার নিতাই গৌর সম্প্রদায়, বরগুনা জেলার চৈতন্য সুন্দর সম্প্রদায় এবং ঝালকাঠির স্বামী বিবেকানন্দ সম্প্রদায়।
এবারের কার্তিকী পর্বোৎসব উপলক্ষে সপ্তাহব্যপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, শুভ অধিবাস, মঙ্গলারতি, মধুমাখা গুরুনাম যজ্ঞ, অহোরাত্র, গুরুনাম সংকীর্তন, গুরুপূজা, স্তবস্তোত্র পাঠ, জীব জগতের কল্যাণ কামনায় বিশেষ হোম, অবধূত শক্তি সাগরে মহাস্নান,, প্রভাতী বন্দনা, বাল্যভোগ, গুরুদেবের পাদুকা স্নান এবং তার জন্মদিবসীয় বিশেষ পূজা, দ্বাদশ শিব, অন্নপূর্ণা ও মহাবীরের বিশেষ পূজা, অঞ্জলি প্রদান।
অনুষ্ঠান প্রাঙ্গনে প্রতিদিন দুপুরে ভোগ নিবেদনান্তে প্রসাদ বিতরণ এবং ১৭ নভেম্বর মহোৎসবের মহাপ্রসাদ বিতরণ করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহনকারী নামামৃত পরিবেশনাকারী দলের মধ্য থেকে শ্রেষ্ঠ কীর্তনীয়া শিল্পীদেরকে পুরস্কার বিতরণ এবং শ্রীশ্রীঠাকুর ও অবধূত সংঘ সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের শেষ দিন ১৮ নভেম্বর শনিবার ভোর ৬টায় মন্দির প্রদক্ষিণাত্তে নামযজ্ঞের সমাপ্তি এবং সকাল ৯ টায় ক্লান্মায়ণ গান পরিবেশন এবং রাতে নন্দ উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হবে।