কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ঃ কাঠালিয়ায় স্বাস্থ্য সেবা বিষয়ক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে । ১৫ নভেম্বর দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় এর আয়োজন করে। উপজেলা চেয়ারম্যান মোঃ এমাদুল হক মনির এতে প্রধান অথিতি হিসেবে বক্তব্য রাখেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ বদিউজ্জামান বদু সিকদার, ইউপি চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, পরিবার পরিকল্পনা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, মেডিকেল অফিসার, ডাঃ নাইম আহম্মেদসহ আরো অনেকে।
নলছিটি (ঝালকাঠি)সংবাদদাতা জানান, নিরাপদ মাতৃত্ব পরিকল্পিত পরিবার,স্মার্ট বাংলাদেশ হোক আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্য সামনে রেখে ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২৩ এর উদ্ধোধন করা করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫নভেম্বর) সকাল সাড়ে নয়টায় উপজেলা পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বা¯’্য কমপ্লেক্স অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আল আমিন মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন ডা. গোবিন্দ লাল কুন্ড ও ডা. সাবিনা আক্তার সুমী। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত উপ-সহকারি কমিউনিটি মেডিকেল অফিসার,পরিবার কল্যাণ পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারিবৃন্দ।
ফটো ক্যাপশনঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ-২৩ এর উদ্ধোধন করা করা হয়েছে।