12 February- 2025 ।। [bangla_date]


ঝালকাঠি-১ আসনে নৌকার বিপক্ষে লড়বেন মনির

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা ঃ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-কমিটির সদস্য এম মনিরুজ্জামান মনির। ২৭ নভেম্বর দুপুরের দিকে মনোনয়ন বঞ্চিত মনিরুজ্জামান মনির মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই আসনে ২০০৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগ’র মনোনয়ন প্রত্যাশি। রাজাপুর উপজেলার ইন্দ্রপাসা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন’র সন্তান এই ব্যক্তিত্ব। তফসিল ঘোষণার পর আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেতে ঝালকাঠির ২টি সংসদীয় আসন থেকে ১৩ জন মনোনয়ন ফরম কিনে ছিলেন। তাদের মধ্যে বর্তমান সংসদ সদস্য বজলুল হক হারুন এবং আমির হোসেন আমুকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে।
ঝালকাঠি-১ ( রাজাপুর- কাঁঠালিয়া) আসনে মনোনয়ন পেয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে জয়ী হয়ে আসা বজলুল হক হারুন। ঝালকাঠি-২ ( নলছিটি- ঝালকাঠি সদর) আসনে মনোনয়ন পেয়েছেন নবম জাতীয় সংসদ নির্বাচন থেকে দলীয় মনোনয়নে নৌকা প্রতীকে জয়ী হয়ে আসা আওয়ামী লীগের উপদেষ্টাম-লীর অন্যতম সদস্য, ১৪ দলের মুখপাত্র, সাবেক শিল্প ও খাদ্য মন্ত্রী, শিল্প মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু। এম মনিরুজ্জামান মনির বলেন, আমি ঝালকাঠি-১ (রাজাপুর- কাঁঠালিয়া) আসনে আমি দলীয় মনোনয়ন পায়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার কোনো সুযোগ নেই। আসন্ন নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো। আমাদের জয় হবে ইনশাআল্লাহ। এ বিষয়ে ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির বলেন, আগামী জাতীয় নির্বাচনে নৌকার জয় হবে। দল যাকে দলীয় মনোনয়ন দিয়েছে তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নেতাকর্মীরা কাজ করবে। স্বতন্ত্র প্রার্থীদের বিষয়ের আমি কিছু জানি না। ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে ভোটারের সংখ্যা ২ লাখ ১১ হাজার ৯৮৩ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৪ হাজার ১৩৯ জন ও পুরুষ ভোটার ১ লাখ ৭ হাজার ৮৪১জন। ৩য় লিঙ্গের ভোটার ৩ জন। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
আব্দুল আউয়াল মিনটুর সাথে নিউইয়র্ক দঃ বিএনপি সভাপতি সেলিমের সাক্ষাত পদ ফিরে পেতে মরিয়া নাসিম, সুপারিশে প্রশ্নবিদ্ধ ৩ নেতা ঝালকাঠী জেলা বিএনপি আনুষ্ঠানিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু ঝালকাঠিতে আমুর বাড়ি ও বেদখল করা জমির সীমানা দেয়াল ভাংচুর ঝালকাঠিতে আমুর বাসভবন ও দখল করা জেলা প্রশাসনের জমির সীমানা দেয়াল ভাংচুর নতুন বাংলাদেশ ও পরিচ্ছন্ন ঝালকাঠি গড়তে শিক্ষার্থীদের জিরো ওয়েস্ট ব্রিগেড গঠন রিজভীর নির্দেশে রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিমের দলীয় সকল পদ স্থগিত ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে শাহাদাত সভাপতি, নাসিম সম্পাদক নির্বাচিত কাঠালিয়া বিএনপি নেতার মামলায় ইউনিয়ন যুবদল নেতা উচ্চ আদালতের জামিনে মুক্ত ঝালকাঠির জগদীশপুরে প্রতিভা শিল্পী গুষ্টি ও চাঁপাতলা সাহিত্য অঙ্গণ পুরস্কার বিতরণ