4 December- 2024 ।। [bangla_date]


ঝালকাঠিতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভায় সভাপতির বক্তব্য রাখছেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম-দূরযাত্রা।

ঝালকাঠিতে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভা ॥ লিগ্যাল এইডের প্রচারনা এবং সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে -চেয়ারম্যান

দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতের শহিদ সোহেল জগন্নাথ মিলনায়তনে জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভা  অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম।
সভার সভাপতি সিনিয়র জেলা ও দায়রা জজ জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলেন, গরিব এবং অসহায় মানুষ যাতে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করতে হবে। সকলকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে। গরিব-দুঃখী, অসহায় মানুষকে লিগ্যাল এইড দেওয়াটা মানসিক ব্যাপার। এটা অত্যন্ত কল্যাণকর একটি কাজ। বর্তমান সরকার লিগ্যাল এইডের ব্যাপারে সোচ্চার। সরকারের এ উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য সবাইকে আন্তরিক ভাবে কাজ করা উচিত। তিনি আরো বলেন, সবাই যদি সহযোগিতা না করেন তাহলে লিগ্যাল এইড কার্যক্রম ভাল ভাবে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এজন্য তিনি সভায় উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থানে থেকে লিগ্যাল এইড বিষয়ে বেশি বেশি প্রচার প্রচারনার আহ্বান জানান।
জেলা লিগ্যাল এইড অফিসার এস.এম মাহফুজ আলম এর উপস্থাপনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে কমিটি সদস্যদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন সভার সভাপতি মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারকএম.এ. হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ পারভেজ শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার সাইদ, জেলা তথ্য কর্মকর্তা মোঃ আহসান কবীর, জি,পি, মীর রফিকুল ইসলাম আজম, জেল সুপার আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান, শাহপার পারভীন উপ -পরিচালক জেলা সমাজ সেবা কার্যালয়, ব্রাক ম্যানেজার নিতাই চন্দ্র শীল , ঝালকাঠি চেম্বার অফ কমার্স এর সাবেক সভাপতি সালাউদ্দিন আহমেদ সালেক। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক দূরযাত্রা পত্রিকার ষ্টাফ রিপোর্টার মোঃ মনির হোসেন ,দৈনিক শতকন্ঠ পত্রিকার ষ্টাফ রিপোর্টার মো :আতিকুর রহমান ,দৈনিক ঝালকাঠি বার্তার ষ্টাফ রিপোর্টার মো:আরিফুর রহমান। পরিশেষে তিনি সকলকে আলোচনায় অংশ গ্রহণ করায় কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
কাঠালিয়ায় আইন বিষয়ে জনতার প্রশ্ন উত্তর পর্বে সমাধান দেন পুলিশ সুপার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিবুলের লাশ আদালতের নির্দেশে উত্তোলন ঝালকাঠিতে আলোচনা সভায় বক্তারা: অন্তর্ভুক্তি মূলক টেকস‌ই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে থাকবে প্রতিবন্ধী জনগন ঝালকাঠির নাগপাড়া গ্রামে বৃক্ষপ্রেমী ফরিদের ‘সুবজ সেবা পুষ্টি বাগান’ বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধে সড়ক অবরোধ বিক্ষোভ ঝালকাঠি জাতীয় সাংবাদিক সংস্থায় রেজাউল করিমের মতবিনিময় সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ক্যাব ঝালকাঠির জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে সকল মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দেখবে -ডাঃ শফিকুর রহমান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাঠালিয়ায় প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের বিষপান