দূরযাত্রা রিপোর্ট ঃ ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের বাস ভবনে ২ ডিসেম্বর দুপুরে পুলিশ অভিযান চালায়। ঝালকাঠি সদর থানার এস আই গৌতম কুমার ঘোষের নেতৃত্বে অভিজান এবং তল্লাশী কার্যক্রম পরিচালিত হয়।
এ্যাডভোকেট শাহাদাতের পরিবারের দাবি দুপুর ১.৩০ মিনিট থেকে বেলা ২ টা পর্যন্ত বাসায় পুলিশ তল্লাশী অভিযান করে। পুলিশের পক্ষ থেকে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও পরিবার থেকে বলা হয়। ঝালকাঠি জেলা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. সৈয়দ হোসেন বলেন, ঝালকাঠি জেলা বারের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক এবং জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেনের বাস ভবন এবং চেম্বারে পুলিশের এই তল্লাশি অভিযান হয়রানী ছাড়া কিছুই নয়। সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাত বলেন, আমি কোন অপরাধী নই। ঝালকাঠিতে আমার সুনাম মর্যাদা রয়েছে। পুলিশের অভিজানে সন্তানরাসহ পরিবারের লোকজন আতংকিত হয়ে আছে। বাসার ভারাটিয়া এবং চেম্বারে আসা বিচার প্রার্থীরা ভয় পাচ্ছে। একদলীয় শাসন বাস্তবায়ন করতেই এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল এমন ঘটনার নিন্দা জানান। জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ( দপ্তরের দায়িত্বে) এ্যাড. মিজানুর রহমান মুবিন বলেন, ২৯ অক্টোবর হরতাল মিছিল পরবর্তী সদস্য সচিবের বাস বভনে আওয়ামী লীগ হামলার পরে উল্টো তার বাসাতেই তল্লাশি চালায়। ইতিপূর্বেও একাধিক বার অভিজান এবং তল্লাশি চালানো হয়েছে। ঝালকাঠি জেলা বিএনপির ৪ উপজেলা এবং ২ পৌর বিএনপি ইউনিটসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এমন অভিযানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর কথা ব্যক্ত করেন এ্যাড: মুবিন।