দূরযাত্রা রিপোর্ট ॥ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে আওয়ামলীগের মনোনীত নৌকার প্রার্থী শাহজাহান ওমরের সমর্থনে রাজাপুর ও কাঠালিয়া উপজেলার আওয়ামীলীগ দলীয় নেতাকর্মীরা এখনো মাঠে নামেনি। গত ১৮ ডিসেম্বর সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারনা শুরু হলেও নৌকা প্রার্থীর পক্ষ থেকে এ পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কোন ডাক আসেনি। তাই কেহ প্রার্থীর পক্ষে কাজ শুরু করেনি আবার কেহ এ আসনের স্বতন্ত্র প্রার্থীর ঈগল প্রতীকের পক্ষে মাঠে নেমে পরেছে। এমনটাই জানিয়েছে নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে রাজাপুর উপজেলা আওয়ামলীগের যুগ্ম সাধারন সম্পাদক মুজিবর রহমান মৃধা বলেন, যেহেতু হঠাৎ করে ছোবল দিয়ে তিনি নৌকা নিয়ে গেছেন আরেক জনের কাছ থেকে। তাই শাহজাহান ওমর আজকের ১৯ ডিসেম্বর পর্যন্ত আমাদের রাজাপুর উপজেলা আওয়ামীলীগ কমিটির সাথে কোন যোগাযোগ বা কথা বলেননি। আমরা উনার এ ধরনের আচরনে আন্তরিক ভাবে দুঃখিত ও লজ্জিত। তিনি নৌকার প্রার্থী হলেও আমরা এর কোন সুফল চিন্তাই করিনা। তিনি এখন বিষ ফোড়া হিসাবে আমাদের মাঝে আছেন। এ অবস্থায় প্রধান মন্ত্রীর নির্দেশনা অনুযায়ি স্বতন্ত্র প্রার্থীর সাথে নৌকা প্রার্থী কোন হেডাম বা বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারবেনা। তাই এ আসনের স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরের সাথে নির্বাচনী প্রচারনায় উপজেলা আওয়ামীলীগ নেমে গেছি। ভোটাররা আমাদের সাথে আছে। মনির ভাইয়ের আচরনে তারা মুগ্ধ।
অপরদিকে কাঠালিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিমল সমাদ্দার ও সাবেক সাধারন সম্পাদক তরুন সিকদার জানান, এখন পর্যন্ত আমারা নৌকা প্রার্থীর সাথে নামতে পারিনি। তিনি এর আগে কাঠালিয়ায় এসে সভা করলেও উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে সেখানে কেহই যাইনি। তখন তাকে সাংগঠনিক ভাবে জানিয়ে ছিলাম আমরা তার সাথে কাজ করতে চাচ্ছি। কিন্তু তিনি আনুষ্ঠানিক ভাবে যদি আমাদের না ডাকেন তাহলে আমরা কিভাবে যাই। এ অবস্থায় আমার সাবেক এমপি এলাকায় এসে আমাদের সাথে বসবেন। তারপর চুরান্ত সিদ্ধান্ত নেয়া হবে।