দূরযাত্রা রিপোর্ট ॥ ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণ, বিশেষ দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা প্রশাসন, পুলিশ সুপার, সরকারী বেসরকারী বিভিন্ন দপ্তর, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানেরা, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমীতে বিশেষ দোয়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানসমূহে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারাহ্ গুল নিঝুম, জেলা প্রশাসক, ঝালকাঠি এবং সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ঝালকাঠি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল ।
আলোচনা সভায় বক্তারা স্বাধীন বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর ত্যাগ, আন্দোলন, সংগ্রাম ও কারাবাস জীবন নিয়ে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান, নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও ঝালকাঠির বিভিন্ন স্থানে মিলাদ ও দোয়া মাহফিল এবং শিশু সমাবেশে অনুষ্ঠিত হয়।