দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠি সদর হাসপাতাল ডাক্তারের জাল স্বাক্ষরে বিনামূল্যের ঔষধ নেয়ার সময় হাতেনাতে ধরা পড়ে ঔষধ কোম্পানীর এক প্রতিনিধি। অভিযোগের সত্যতা পাওয়ায় ঐ প্রতিনিধিকে পুলিশের নিকট সোপর্দ করেন হাসপাতাল কর্তৃপক্ষ ও টিআইবি-সনাক। ৬ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ঝালকাঠি সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। সনাক ঝালকাঠি সদর হাসপাতালে মনিটরিং কার্যক্রম পরিচালনা করতে গেলে অভিযোগের বিষয়টি তারা দেখতে পান। এসময় টিআইবি’র সদস্যরা ঔষধ কোম্পানীর ঐ প্রতিনিধিকে তার অনিয়মের বিষয়ে চ্যালেঞ্জ করলে তিনি উল্টো নিজের প্রভাব খাটানোর চেষ্টা করেন। পরে সদস্যরা তাকে তথ্য-প্রমানসহ সদর হাসপাতালের তত্বাবধায়কের নিকট নিয়ে যান। হাসপাতালের তত্বাবধায়ক ডা. শামীম আহমেদ অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়ায় থানা পুলিশকে খবর দিয়ে তাদের নিকট সোপর্দ করেন। সনাক জানায় আমরা ঔষধ কোম্পানীর এক প্রতিনিধিকে ডাক্তারের জাল স্বাক্ষরে ঔষধ নেয়ার বিষয়টি চ্যালেঞ্জ করি।
তিনি তার অনিয়মের কোনো সদুত্তর দিতে পারেননি। উল্টো তিনি আমাদের উপর ক্ষিপ্ত ও চড়াও হন। উল্লেখ্য, এর আগে গত ২০ মে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও)’র জাল স্বাক্ষরে ঔষধ নেয়ার অভিযোগে সদর হাসপাতালের ইন্টার্নী নার্সদের বিরুদ্ধে একই অভিযোগ টিআইবি-সনাকের স্বেচ্ছাসেবকরা হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করলে প্রশিক্ষণকালীন কার্যক্রম সাময়িক স্থগিত করেছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ।