দূরযাত্রা রিপোর্টঃ- শারদীয় দূর্গা পূজা উপলক্ষ্যে ঝালকাঠির চারটি উপজেলার ১৫৭ টি পূজা মন্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তায় আনসার সদস্যরা দায়িত্ব পালন করছে। রাতে মন্ডপ গুলোর নিরাপত্বা নিশ্চিত করতে আনসার সদ্যেদের দায়িত্ব দেয়া হয়েছে। এবছর ঝালকাঠি জেলার ১৫৭ দুর্গামন্ডপে আনসার-ভিডিপির ১০৪৪ জন সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করছে। এরমধ্যে অধিক গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন এবং সাধারণ মণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও আনসার ব্যাটালিয়ন সদস্যরা মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। ঝালকাঠির পূজা মন্ডপ গুলোর নিরাপত্তাসহ সার্বিক অবস্থা দেখার জন্য বরিশাল রেঞ্জ কমান্ডার মো. আসাদুজ্জামান গনি ঝালকাঠি সদর ও নলছিটির বিভিন্ন পূজা মন্ডব পরিদর্শন করেন। তিনি মন্ডপ কমিটির সাথে মতবিনিময় করে সার্বিক অবস্থার খোজ খবর নিয়ে এবং একই সময় মন্ডবে পাহাড়ারত আনসার ও ভিডিপি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন ঝালকাঠি জেলায় ১৫৭টি পূজা মন্ডপের মধ্যে অধিক গুরত্বপূর্ণ ৫১টিতে ৮জন করে, গুরুত্বপূর্ণ ৪২টিতে ৬জন করে এবংঝুকিবিহীন সাধারণ ৬৪ টি পূজা মন্ডপে ৬ জন করে এই বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠু ভাবে ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন করা সম্ভব হবে বলে আনসার কতৃপক্ষ থেকে জানানো হয়। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যন্ট প্রদীপ চন্দ্র দত্ত বলেন,আনসার ও ভিডিপির সদস্যরা তাঁদের দায়িত্ব পালনকালে জনগণের সার্বিক নিরাপত্তা, শান্তিশৃঙ্খলা রক্ষা এবং জরুরি সেবা প্রদানে সক্রিয় ভূমিকা পালন করবে। ঝালকাঠি সকল মন্ডপে দায়িত্বরত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সঠিক দায়িত্ব পালনের মনিটরিংও করা হচ্ছে।