12 February- 2025 ।। [bangla_date]


উন্নয়ন সমন্বয় সভায় দ্রুত খাল খননের আশ্বাস ও হাসপাতালে বঞ্চিতদের সেবা দিতে ঝালকাঠি জেলা প্রশাসকের নির্দেশ

দূরযাত্রা রিপোর্টঃ- ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন সমম্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. কাওসার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরানসহ সরকারি বেসরকারি বিভিন্ন অফিস কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। সভায় সভার সভাপতি জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, ঝালকাঠি শহরের জলাবদ্ধতা একটি বড় সমস্যা। এ সমস্যা সমাধানে খুব দ্রুত ৭ টি খাল খনন করা হবে। তিনি আরও বলেন ছাত্র আন্দোলনের আহতদের সঠিক তালিকা তৈরি হচ্ছে।
যারা শহীদ হয়েছে বা আহত হয়েছে তাদের সরকারি সহয়তার আশ্বাস দেন তিনি। ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসার ব্যাপারে জেলা প্রশাসক বলেন, হাসপাতালের সেবা থেকে বঞ্চিত হচ্ছে অনেক রোগীরা। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তত্ত্বাবধায়ক ডাক্তার শামীম আহমেদকে। এছারাও জেলা প্রশাসক ঝালকাঠি পানি উন্নয় বোর্ডের একটি প্রকল্পের কাজ শুরু হবার আগেই লাখ লাখ টাকা খরচের বিষয়টি অবহিত হওয়ায় এ বিষয়েও নির্বাহী প্রকৌশলীর কাছে
জানতে চান। এ প্রকল্প ও বরাদ্দের বিষয়ে বিস্তারিত জানাতে বলেন জেলা প্রশাসক। উল্লেখ্য সদর হাসপাতালের ৯ জন চিকিৎসক প্রতিদিন বরিশাল হতে ২ থেকে আড়াই ঘন্টা দেরী করে আসেন। এদের কর্মস্থল ঝালকাঠি থাকলেও তারা থাকেন বরিশালে। তাই প্রতিদিন তারা এভাবে দেরী করে আসায় রোগীরা দুরদুরান্ত থেকে হাসপাতালে এসে এসব চিকিৎসকদের অপেক্ষায় থাকতে হয়। দীর্ঘ দিন এ বিষয়ে তত্ত্বাবধায়ক কোন কার্যকর পদক্ষেপ না নিয়ে নিরবতা পালন করায় রোগীদের চরম ভোগান্তিতে পরতে হচ্ছে। এ ছাড়াও হাসপাতালের এক্সরে মেশিন ভাল থাকলেও রোগীদের ২/৩ গুন বেশি খরচে বাহির থেকে এক্সরে করাতে হচ্ছে। কারণ এক্সরে ফ্লিম সংকট থাকলেও মাসের পর মাস এ সমস্যা সমা্ধানে তত্ত্বাবধায়ক কোন উদ্যোগ নিচ্ছেনা। তত্ত্বাবধায়কের দূর্নীতিসহ এসব বিষয় নিয়ে সাংবাদিকরা সংবাদ পরিবশেন করায় তত্ত্বাবধায়ক কর্মস্থলে না থাকা চিকিৎসকদের নিয়ে সাংবাদিকদের বিরুদ্ধে মানবন্ধন করেন। প্রতিবাদে ঝালকাঠি প্রেসক্লাবসহ ৫ টি সাংবাদিক সংগঠন তত্ত্বাবধায়কের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে এখান থেকে প্রত্যাহার ও তার দূর্নীতির বিচার দাবি করে জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে। তবে জেলা প্রশাসক হাসপাতালে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে তার আন্তরিকতা ও কঠোর নির্দেশনার কারণে সাধারণ জনগন আশ্বস্ত হয়েছে তিনি যোগদানের পর।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
আব্দুল আউয়াল মিনটুর সাথে নিউইয়র্ক দঃ বিএনপি সভাপতি সেলিমের সাক্ষাত পদ ফিরে পেতে মরিয়া নাসিম, সুপারিশে প্রশ্নবিদ্ধ ৩ নেতা ঝালকাঠী জেলা বিএনপি আনুষ্ঠানিক প্রাথমিক সদস্য সংগ্রহ ফরম বিতরণ শুরু ঝালকাঠিতে আমুর বাড়ি ও বেদখল করা জমির সীমানা দেয়াল ভাংচুর ঝালকাঠিতে আমুর বাসভবন ও দখল করা জেলা প্রশাসনের জমির সীমানা দেয়াল ভাংচুর নতুন বাংলাদেশ ও পরিচ্ছন্ন ঝালকাঠি গড়তে শিক্ষার্থীদের জিরো ওয়েস্ট ব্রিগেড গঠন রিজভীর নির্দেশে রাজাপুর উপজেলা বিএনপির সম্পাদক নাসিমের দলীয় সকল পদ স্থগিত ঝালকাঠি আইনজীবী সমিতির নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় বিপুল ভোটে শাহাদাত সভাপতি, নাসিম সম্পাদক নির্বাচিত কাঠালিয়া বিএনপি নেতার মামলায় ইউনিয়ন যুবদল নেতা উচ্চ আদালতের জামিনে মুক্ত ঝালকাঠির জগদীশপুরে প্রতিভা শিল্পী গুষ্টি ও চাঁপাতলা সাহিত্য অঙ্গণ পুরস্কার বিতরণ