4 December- 2024 ।। [bangla_date]


ঝালকাঠিতে জেলেদের অভিযান আতংক জেলা প্রশাসন ও পুলিশ নিয়ে

দিবস তালুকদার, ঝালকাঠি : গত ১৩ অক্টোবর থেকে শুরু হওয়া ২২ দিনের জন্য ইলিশ নিধন, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা থাকলেও ঝালকাঠিতে চলছে কিছুটা ব্যাতিক্রম। মৎস্য অফিসের যোগসাজসে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেক জেলেরা নদীতে ইলিশ নিধন অব্যাহত রেখেছে। আলাপকালে জেলারা জানায় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগ অভিযানে এলে আমরা আতংকে থাকি। কারণ তাদের অভিযানের আগাম খবর জানতে পারিনা। কিন্তু মৎস্য বিভাগের অভিযানে আমাদের অনেক ছাড় দেয়া হয়। 'নিষেধাজ্ঞা শুরুর দিন থেকেই বিষখালী নদীর ভবানীপুর, ইসলামপুর, তেতুলবাড়িয়া লঞ্চঘাট ও সুগন্ধা নদীর মগড় জাঙ্গালিয়া ইটভাটা, অনুরাগ, দপদপিয়া, মাটিভাঙা এলাকায় চলছে অবাধে ইলিশ মাছ নিধন। এদের মধ্যে মৌসুমী জেলের সংখ্যাই বেশি। এমনটাই অভিযোগ নদী তীরে বসবাসরত বাসিন্দাদের। অভিযোগ রয়েছে ইলিশ শিকারীদের সাথে জেলা মৎস্য অফিসও জড়িত। নিষেধাজ্ঞার সপ্তাহ পেরিয়ে গেলেও তেমন কোনো সাফল্য নেই মৎস্য অফিসের। তারা নামমাত্র অভিযান, ফটোসেসনসহ তাদের দাপ্তরিক আনুষ্ঠানিকতায় ব্যস্ত। তবে জেলা মৎস্য কর্মকর্তা এমন অভিযোগ অস্বীকার করেন। এমনকি তাদের অভিযান পরিচালনাকারি নলছিটির গৌতম এবং ঝালকাঠির সুমন নামের ২ ট্রলার চালকের বিরুদ্ধে অভিযান শুরুর আগেই জেলেদের জানিয়ে দেয়ার অভিযোগ উঠেছে।
নলছিটির তেতুলবাড়িয়া এলাকার আমিনুল ইসলাম বলেন, অভিযানে নামার আগাম খবর পেয়ে যায় জেলেরা। এর পরই শুরু হয় মৎস্য দপ্তরের লোকেদের সাথে লুকোচুরি খেলা'। নলছিটি উপজেলার কুলকাঠি গ্রামের জুয়েল হাওলাদার বলেন, 'শতাধিক ডিঙ্গি নৌকা দাপিয়ে বেড়াচ্ছে নদীতে। মৎস্য অফিসের অভিযানের ট্রলার আসার আগেই এরা নৌকা নিয়ে ছোটো ছোট খালে আত্ম গোপনে চলে যায়। অভিযানের লোকেরা চলে গেলে তারা আবার নৌকা নিয়ে নদীতে প্রবেশ করে।' অসাধূ জেলেদের সাথে মৎস্য অফিসের লোকদের যোগসাজস রয়েছে বলেও মন্তব্য করেন জুয়েল। ঝালকাঠি লঞ্চঘাট এলাকার বাসিন্দা নান্টু সেলিম বলেন,'তালিকাভুক্ত (কার্ডধারী) অনেক জেলে নিজে নদীতে না নেমে মাছের ভাগের বিনিময়ে নৌকা ও জাল দিয়ে মৌসুমি জেলেদের সহযোগিতা করছেন। আবার এলাকার কিছু লোক নৌকা কিনে মৌসুমি জেলেদের কাছে প্রতিদিন ৩০০-৪০০ টাকায় ভাড়া দিচ্ছেন। আর মৎস্য অফিসের লোকজন সারাদিন নির্দিষ্ট একটি গন্ডির মধ্যে ট্রলার নিয়ে ঘুরে বেড়ায় কিছু জাল ধরে ফটোসেসন করে চলে যায়।নদী তীরের বাসিন্দা অনেকেই জানালেন, 'মৎস্য অফিসের সাথে যারা লিয়াজো না করে তাদেরকেই ধরা হয়। আর লিয়াজোকারীরা লুকোচুরির মতো খেলায় দিন কাটিয়ে মা ইলিশ নিধন উৎসব করছে। জাল তোলার পর মাছ নৌকা থেকে নামিয়ে নদীর তীরের ঝোঁপ-জঙ্গলে ও কচুরিপানার মধ্যে লুকিয়ে রাখছে। এসব ইলিশ সস্তায় কিনতে দূর-দূরন্ত থেকে ক্রেতারা আসছে প্রতিদিন।' খেয়াঘাটে দায়িত্বরত অনেকে জানালেন, 'পুলিশ ও ম্যাজিষ্ট্রেট নদীতে অভিযানে নামলে সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে অসাধূ জেলেদেরকে খবর জানিয়ে দেওয়ার জন্য নিয়োগ করা হয়েছে বেশ কিছু লোক। বিনিময়ে প্রত্যেককে ৫০০-৬০০ টাকা করে প্রতিদিন দেওয়া হয়। এদের কাজ হলো নদীর পাড়ে ঘুরে বেড়ানো এবং নদীতে প্রশাসন অভিযানে নামলেই মা ইলিশ নিধনকারী মৌসুমি জেলেদের সাবধান করে দেওয়া। কারণ মৎস্য কর্মকর্তা নিয়ন্ত্রনে থাকলেও জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন তাদের আতংক। নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা রমনী কুমার মিস্ত্রি বলেন, অভিযানে নামলে কেউ মোবাইল করার সুযোগ থাকেনা। দীর্ঘ ৫ বছরধরে অভিযানে একই ট্রলার চালক রাখা হয়েছে কেনো এমন প্রশ্নে তিনি বলেন, গৌতমের ট্রলারের গতি বেশি হওয়ার কারণে তাকেই নেওয়া হয়।  এসব অভিযোগের বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, 'যখন যেখানে জাল ফেলার সংবাদ পাচ্ছি তখনই সেখানে অভিযান চালাচ্ছি। আমরা যেভাবে গোপন খবর পেয়ে অভিযানে ছুটে যাই ঠিক তেমনি আমাদের অভিযানের তথ্যটিও অসাধু জেলেদের কেউ খবর দিয়ে দেয়। তাই অনেক সময় ব্যাটে বলে মিলেনা।  আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন, '৬৩ কিলোমিটার নদীর ৮ পয়েন্টে আমরা আলাদা নজর রাখছি। ট্রলার চালকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ভিযোগ পেলে তাকে বাদ দেয়া
হবে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
কাঠালিয়ায় আইন বিষয়ে জনতার প্রশ্ন উত্তর পর্বে সমাধান দেন পুলিশ সুপার বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রাকিবুলের লাশ আদালতের নির্দেশে উত্তোলন ঝালকাঠিতে আলোচনা সভায় বক্তারা: অন্তর্ভুক্তি মূলক টেকস‌ই ভবিষ্যৎ বিনির্মাণে বিকশিত নেতৃত্বে থাকবে প্রতিবন্ধী জনগন ঝালকাঠির নাগপাড়া গ্রামে বৃক্ষপ্রেমী ফরিদের ‘সুবজ সেবা পুষ্টি বাগান’ বাগেরহাট পৌরসভার ২২৭ কর্মচারীর ছয় মাস বেতন বন্ধে সড়ক অবরোধ বিক্ষোভ ঝালকাঠি জাতীয় সাংবাদিক সংস্থায় রেজাউল করিমের মতবিনিময় সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের হস্তক্ষেপ দাবি ক্যাব ঝালকাঠির জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় এলে সকল মানুষকে সৃষ্টির সেরা জীব হিসেবে দেখবে -ডাঃ শফিকুর রহমান ঝালকাঠিতে অর্থনৈতিক শুমারি প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাঠালিয়ায় প্রেমিকার সাথে অভিমান করে প্রেমিকের বিষপান