দূরযাত্রা রিপোর্টঃ- ঝালকাঠি শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌরসভার উন্নয়নে পৌরবাসীদের নিয়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় এই সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কের) মো. মহিতুল ইসলাম, জেলা আইনজীবি সমিতির সভাপতি এ্যাড শাহাদাৎ হোসেন, প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মোঃ কাওছার হোসেনের সভাপতিত্বে এই সভায় শহর পরিচ্ছন্ন রাখার জন্য ১২টি নির্ধারিত স্থানে ডাস্টবিন, পরিচ্ছন্নকর্মীদের কাজের সরঞ্জাম ও পোশাক, ময়লা পরিবহনের ভ্যান রিক্সা ক্রয়, পৌর এলাকা আলোকিত করার জন্য বৈদ্যুতিক পোস্টের সেডসহ উচ্চ ক্ষমতাসম্পন্ন বাল্ব স্থাপন, শহরের ৭টি খাল খনন ও অবৈধ দখলমুক্ত করন, পৌরসভার রাস্তায় রোড ডিভাইডার ও সংকেত চিহ্ন, মশক নিধন, অবৈধ অটো চিহ্নিতকরণ, বিশুদ্ধ পানি সরবরাহ, পৌরসভার সৌন্দর্য্য বর্ধন, সাইক্লোন সেল্টার ও ১৮টি রাস্তা ৩টি ড্রেন নির্মাণ প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু কাজ সম্পন্ন করা হয়েছে, অন্য কাজগুলি প্রক্রিয়াধীন রয়েছে। এর পরিপ্রেক্ষিতে পৌরসভাকে আরও কিভাবে সুন্দর করা যায় সে বিষয়ে উন্মুক্ত নাগরিক মতামত প্রকাশ করেছেন।জেলা প্রশাসক মোঃ আশরাফুর রহমান বলেছেন, ঝালকাঠি পৌরসভার বর্তমান প্রশাসক মোঃ কাওসার
হোসেনের নেতৃত্বে ও তার পরমার্শ অনুযায়ী একটি আধুনিক পৌরসভায় রূপান্তরের উদ্যোগ নেয়া হয়েছে। বর্তমানে পৌরসভায় প্রশাসক থাকায় দলীয় সরকারের প্রভাব প্রতিপত্তী না থাকায় এই কাজ করতে আরও সহজ হবে। তিনি পৌর নাগরিকদের বিভিন্ন ধরণের পরামর্শ দিয়ে পৌরসভার পৌর প্রশাসককে সহযোগিতা করার আহবান জানান। একই অনুষ্ঠানে পুলিশ সুপার জানিয়েছেন ঝালকাঠি শহরকে সুচারু ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনায় আনা হবে।