দূরযাত্রা রিপোর্টঃ- ঝালকাঠি প্রেসক্লাবের সামনে ২৭ অক্টোবর সকালে জেলা যুবদলের আয়োজনে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শহীদ জিয়াউর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আ্যডভোকেট সৈয়দ হোসেন, সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক রবিউল হোসেন তুহিন। অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম । এছাড়া যুবদল বিএনপি'র স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় নেতৃবৃন্দ বলেন, যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকেই যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালিত হচ্ছে। আমাদের দেশের যুবসমাজের মূর্ত প্রতীক হয়ে উঠবে এই সংগঠন যা নিজেদের অধিকার আদায় ও স্বপ্ন বাস্তবায়নে নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি এক নতুন যুগের সূচনা,
যেখানে যুবদল আবারো জাতির মুক্তির সিঁড়ি হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া, তারা বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে সতর্ক হয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রাজাপুর সংবাদদাতা জানান, এদিকে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজাপুরে গরীব, দুঃস্থ এবং সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। ২৭ অক্টোবর সকাল ৯টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ চত্বরে কেন্দ্রীয় নির্দেশনা মেনে উপজেলা যুবদল এ চিকিৎসা সেবার আয়োজন করে। এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, যুবদলের আহবায়ক মাসুম বিল্লাহ পারভেজ, সদস্য সচিব সৈয়দ নাজমুল হক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম জাকির মোল্লা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান পনির, তরিকুল ইসলাম তরুন, মোঃ মনির হোসেন, হাসান হাওলাদার আবু সায়েম আকন, জাবির আল রাসেল প্রমুখ।