21 November- 2024 ।। [bangla_date]


ঝালকাঠিতে সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক আরিফুর রহমান -দূরযাত্রা।

ঝালকাঠি রাজাপুর ও কাঠালিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত

দূরযাত্রা রিপোর্ট সমবায়ে গড়ব দেশ ,বৈষম্যহীন বাংলাদেশ এই স্লোগান সামনে রেখে ঝালকাঠিতে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে । সমবায় দিবস উপলক্ষে ২রা নবেম্বর সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে  বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয় ।জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে সমবায় দিবস পালন করা হয় । র‌্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আরিফুর রহমান ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান , অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি )সাদিয়া আফরোজ,উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসিন ,  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম জেলা সমবায় কর্মকর্তা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমবায়ের বড় শক্তি সবাই এক । সমবায়ের পজিটিভ উদাহরণ অনেক বেশি।সমবায় সমিতির লক্ষ ভালো কিছু করা তাতে ধৈর্য ধরতে হবে । অনুষ্ঠানে বিশেষ অতিথি অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান বলেন, আমি প্রথমে সমবায় ভবনের চাকুরী করেছি।সমবায়ের উন্নয়ন আমাদের এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে সরকারি দপ্তরের কর্মকর্তাগন ,বিভিন্ন সমবায় সমিতির সদস্যগন , ছাত প্রতিনিধির নেতৃবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিক বৃন্দ। কাঠালিয়া সংবাদদাতা জানান, শনিবার সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জাতীয় ও সমবয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে কর্মসূাচ শুরু করেন। উপজেলা পরিষদ চত্তরে একটি র‌্যালী বের হয়। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক মৃধা সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার ভুমি সঞ্জয় দাস। বিশেষ অতিথি ছিলেন, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম, বীর মুক্তিযোদ্ধা মোঃ মনিরুজ্জামান সিকদার, উপজেলা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা, মোঃ সেলিম, উপজেলা সমবয় কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, অবসারপ্রাপ্ত সমবয় কর্মকর্তা মোঃ শহীদুল ইসলামসহ আরো অনেকে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মোঃ হায়দার জমাদ্দার, লিপি আক্তার, মোঃ শফিকুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চলনা করেন মোঃ মিজানুর রহমান সোহাগ। রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা জানান, রাজাপুরে ৫৩ তম জাতীয় সমবা দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১০টায় উপজেলা চত্বরে পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের সূচনা হয়।পরে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মল্লিকা দাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ। অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হোমল্যান্ড সমবায় সমিতির পরিচালক মোঃমামুন হোসেন,গ্রাম বাংলা সঞ্চয় ও ঋনদান সমবায় সমিতি লিঃ এর সহ সভাপতি মোঃফরিদ হোসেন সহ সমবায় সমিতির কর্মকর্তা কর্মচারীগণবৃন্দ।সভাশেষে ভাবে বিভিন্ন সমবায় সমিতির পরিচালকদের হাতে উপহার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র। 

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
সাত জেলার কৃষি উন্নয়নে ঝালকাঠিতে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত নলছিটিতে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার রাজাপুরে পুকুরের মাছ ধরতে গিয়ে বিদুৎপৃষ্টে যুবকের মৃত্যু ঝালকাঠিতে বিষ মিশানো ধান দিয়ে শত্রুতার জের মিটাতে মারা হয়েছে ৬০ টি হাঁস ঝালকাঠির বিভিন্ন পুকুর অভয়াশ্রম ও নদীতে ৪৫৫ কেজি মাছের পোনা অবমুক্ত নিউইয়র্ক বিএনপি সভাপতি সেলিম ঢাকায় মানুষের শুভেচ্ছা ও ভালবাসায় সিক্ত হলেন শ্রমিক দল সভাপতিকে লাঞ্ছিতের প্রতিবাদে বিএনপি নেতা নাছিম আকনের বিচার ও বহিস্কার দাবি ঝালকাঠি তাঁতের গামছার হারানো ঐতিহ্য ফিরে পেতে ঘুরে দাড়ানোর চেষ্টা ঝালকাঠি জেলা শ্রমিক দল সভাপতিকে লাঞ্ছিত প্রতিবাদে নলছিটি শ্রমিক দলের বিক্ষোভ ঝালকাঠি স্কাউটিং ওরিয়েন্টেশন কোর্স সম্পন্ন সনদ বিতরণ