16 March- 2025 ।। [bangla_date]


নিষেধাজ্ঞা শেষে ঝালকাঠির নদীতে তেমন না পেলেও বাজার সয়লাব ইলিশে

দূরযাত্রা রিপোর্ট নিষেধাজ্ঞা শেষে রোববার ৩ নভেম্বর রাত থেকে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে মাছ শিকারে নেমেছেন জেলেরা। দীর্ঘ ২২ দিন পর রোববার মধ্যরাত থেকে নদীতে জাল ফেলছে তারা। কিন্তু আশানুরূপ মাছ পাচ্ছেন না। অথচ নিষেধাজ্ঞা শেষ হওয়ার ৭/৮ ঘন্টা যেতে না যেতেই ঝালকাঠির বিক্রেতারা ইলিশের পসরা সাজিয়ে বসেছেন স্থানীয় বাজার গুলোতে। 

কোথা থেকে সরবরাহ হচ্ছে এই ইলিশ এমন তথ্য খুজতে গেলে যা যানাগেলো তাহলো, গেলো ২২ দিনে অব্যাহত ছিলো মৌসুমী জেলেদের ইলিশ স্বিকার উৎসব। অজ্ঞাত স্থানে বরফ দিয়ে এবং ফ্রিজিং করে জমানো ইলিশে সোমবার সকালে বাজার সয়লাভ হয়েছে। এর জন্য নিষেধাজ্ঞা চলাকালে মৎস্য বিভাগের সঠিক ভাবে তদারকী না করার অভিযোগ পেশাদার জেলেদের।

মা ইলিশ রক্ষায় সরকারি ঘোষণা অনুযায়ী নিষেধাজ্ঞা জারির পর মৎস্য বিভাগের প্রথম দিকে ঢিলেঢালা ভাব ছিল অভিযানে। শেষ দিকে তৎপরতা ও নজরদারি বৃদ্ধি করায় ১৮ দিনের সফলতা শেষ ৪ দিনে দেখা গেছে। কিন্তু তত দিনে জেলেরা ধরে ফেলেছে শতশত মন ইলিশ। যা ফ্রিজিং করে রেখে এখন বিক্রি করছে।

জেলে ও ব্যবসায়ীরা বলছেন, অভিযান মাত্র শেষ হয়েছে। এখনো তেমন আশানুরূপ ইলিশ পাওয়া যাচ্ছে না। তবে তারা ইলিশ পাবেন বলে আশাবাদী। জেলে হালিম হাওলাদার বলেন, মধ্যরাতে নিষেধাজ্ঞা ওঠার পরই আমরা নদীতে নৌকায় জাল নিয়ে ইলিশ শিকারে নামি। যেভাবে মাছ পাওয়ার আশা ছিল সেভাবে মাছ পাইনি। কিছু কিছু জায়গায় জালে এখনো ডিমওয়ালা ইলিশ উঠছে। সামনে মাছের পরিমাণ বাড়বে বলে আশা করি।

আড়তদাররা বলেন, নিষেধাজ্ঞার ২২ দিনে আমাদের কোনো ব্যবসা ছিল না। এ সময় জেলেদের অনেককে অগ্রিম দাদন দিতে হয়েছে। এছাড়া কিছু করার ছিল না। জেলেরা খেয়ে বেঁচে থাকলে আমাদের ব্যবসা হবে। এখন নিষেধাজ্ঞা উঠেছে। আশা করা যায় আবার মাছের ব্যবসা জমজমাট হয়ে উঠবে।

জেলা মৎস্য কর্মকর্তা রবিউল ইসলাম বলেন,ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা ও উপজেলা টাস্কফোর্সের সর্বাত্মক চেষ্টা অব্যাহত ছিল। জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, মৎস্য বিভাগ মিলে অভিযান সফল করেছি। এরপরও কিছু অসাধু জেলে মাছ আহরণ করেছে। জেলেদের অভিযোগের বিষয়ে তিনি বলেন, মাছ ধরার সঙ্গে জড়িত না এমন কিছু লোক মৌসুমি জেলে হয়ে মাছ শিকার করেছে। যতটা সম্ভব আমরা তাদের আইনের আওতায় এনেছি।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠিতে ৩ মামলায় আমুর ঘনিষ্ট সাবেক পিপি মন্নান রসুল কারাগারে ঝালকাঠিতে প্রয়োজনে বাজার ইজারা বন্ধ করে খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে -পৌর প্রশাসক ঝালকাঠি এলজিইডির সাড়ে ৪ কোটি টাকার টেন্ডারে অনিয়মের অভিযোগ জানতে প্রধান প্রকৌশলীর চিঠি সাবেক সেনা সদস্য হত্যা ও আলামত উদ্ধার বিষয়ে প্রেস ব্রিফিংয়ে ঝালকাঠি পুলিশ সুপার কাজ সমাপ্তির আগেই আমুকে দিয়ে উদ্বোধন দেড় বছরেও চালু হয়নি ঝালকাঠি সদর হাসপাতালের নতুন ভবন ব্যস্ত সময় পার করছে নলছিটির মুড়ি কারিগররা ঝালকাঠির সন্তান  ড.জিয়া হায়দার বিএনপি চেয়ারপার্সনের উপদেস্টা হলেন ঝালকাঠিতে ঘর থেকে বৃদ্ধের গলাকাটা লাশ উদ্ধার ঝালকাঠি শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক তুহিন লস্কর বিস্ফোরক মামলায় গ্রেফতার ঝালকাঠি এলজিইডির  হিসাব রক্ষক রশিদকে বদলির প্রতিবাদে মানববন্ধন করানোর অভিযোগ