12 December- 2024 ।। [bangla_date]


বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে জাতীয় পতাকা নিয়ে রিমন মোল্লা -দূরযাত্রা।

নলছিটি জেডএ ভূট্টো কলেজে আগামীর নেতৃত্বে রিমনকে চায় শিক্ষার্থীরা

নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতাঃ নলছিটি উপজেলার জেড. এ ভূট্টো কলেজে আগামীর নেতৃত্বে তরুণ ছাত্র মোঃ বরিউল ইসলাম রিমন মোল্লাকে কলেজ কমিটির সাধারন সম্পাদক পদে চায় শিক্ষার্থীরা। 

জানা গেছে, রিমন মোল্লা স্বৈরাচারী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলকে ধরে রাখতে ও দলকে শক্তিশালী করতে সব সময় শিক্ষার্থীদের পাশে ছিল। এজন্য বিভিন্ন সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার শিকার হয়েছে। তবুও হাল ছেড়ে দেয়নি। দলকে কলেজে ধরে রাখতে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক সকল কার্যক্রম চালাতো। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেও অনেক ভুমিকা পালন করেছে রিমন। দীর্ঘদিন লড়াই ও সংগ্রাম করে সবার মাঝে জনপ্রিয় হয়ে উঠেছেন রিমন। নির্যাতিত এই রিমন মোল্লা উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কাটাখালী গ্রামের মোঃ আবু সাঈদ মোল্লা'র তৃতীয় সন্তান। 
 
নলছিটি জেড. এ ভূট্টো কলেজের মোঃ আতিক আহমেদ, শান্ত সরদার, মোঃ সাকিব, নুসরাত জাহান সাফা, রিয়া আক্তারসহ একাধিক শিক্ষার্থীরা জানান, রিমন জাতীয়তাবাদী ছাত্রদলের হয়ে আমাদের সব সময় পাশে থেকে সহযোগিতা করেন। নতুন নেতৃত্বে তরুণ প্রজন্মের জন্য এই রিমনকে কলেজের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব দেওয়া হলে কলেজে মাদক, সন্ত্রাস মুক্ত থাকবে। কর্মীবান্ধব সাহসী, মেধাবী ও জনপ্রিয় ছাত্রনেতা সাম্য ও মানবিক বাংলাদেশ বিনির্মানে রিমন মোল্লাকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জেড. এ ভূট্টো কলেজ শাখার আগামী দিনের নেতৃত্বে চায় সাধারণ শিক্ষার্থীরা।

রিমন মোল্লা বলেন, উপজেলা ছাত্রদলকে ধরে রাখতে লড়াই ও সংগ্রাম করেছি। এতে অনেকবার ছাত্রলীগের গুন্ডাবাহীনির হাতে নির্যাতন হামলায় রক্তাক্ত হয়েছি। তারপরও থেমে থাকেনি সব সময় দলের সিদ্ধান্ত মেনে কার্যক্রম চালিয়েছি। দলের খারাপ সময় কলেজে শিক্ষার্থীদের পাশে ছিলাম। দলের ভালো সময়ও পাশে থাকবো। কলেজের শিক্ষার্থীরা বিবেচনা করবে কে আগামীর নেতৃত্বে আসবে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
২০১৮ সনে নলছিটিতে হামলার ঘটনায় থানায় দেয়া অভিযোগে জেবা খানের ক্ষোভ প্রকাশ নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার না থাকায় চিকিৎসা বন্ধ হবার উপক্রম নলছিটিতে খেলার মাঠ পার্ক নির্মানের দাবিতে সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে কৃষকদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সেবাইতদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষন কর্মশালা শুরু ঝালকাঠিতে হাসিনার ল্যাসপেন্সাররা ষড়যন্ত্র করেই যাচ্ছে ঝালকাঠি মানববন্ধনে বিএনপির নেতৃবৃন্দ ঝালকাঠি ইজিবাইক মালিকরা একাধিক লাইসেন্সের নবায়ন পেতে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন রাজাপুরে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন রাজাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত কাউখালীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠিত