দূরযাত্রা রিপোর্ট ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি নেতা কেন্দ্রিয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের বিরুদ্ধে শাহজাহান ওমরপন্থি কাঠালিয়া উপজেলা বিএনপির বহিস্কৃত সাবেক সাধারন সম্পাদক জাকির হোসেন কবিরের এজাহারে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঝালকাঠি ও কাঠালিয়া থানায় কবিরকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে।
কাঁঠালিয়ার ওমরপন্থি জাকির হোসেন কবিরকে হত্যা চেস্টার অভিযোগে বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক ও ঝালকাঠি-১ আসনের নেতা রফিকুল ইসলাম জামালসহ ১৯ জনের বিরুদ্ধে ঝালকাঠি সদর থানায় এজাহার দেন। গত ৬ নভেম্বর দুপুরে ঝালকাঠি সদর থানায় লোকের মাধ্যমে এজাহার জমা দেন ভিকটিম জাকির হোসেন কবির। বিষয়টি নিশ্চিত করেন ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
এজাহারে জাকির হোসেন কবির দাবি করেন গত ১ সেপ্টেম্বর ২০২৪ আওয়ামীলীগের দায়ের করা একটি মামলায় আদালতে দুপুর ১২ টার দিকে হাজিরা দিতে ঝালকাঠি আসেন। তিনি যখন জেলা আইনজীবী সমিতির হলরুমে আসেন তখন রফিকুল ইসলাম জামালসহ কজনের নির্দেশে আসামীরা তাকে হত্যার উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। কোপ মাথার তালুতে লেগে মাংস কাটা জখম হয়। প্রাথমিক চিকিৎসার পর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসা নেন। দীর্ঘদিন চিকিৎসা শেষে জাকির হোসেন কবির লোক দিয়ে ঝালকাঠি থানায় এজাহার প্রেরণ করেন।
এবিষয়ে ভিকটিম কবির বলেন, ঝালকাঠি থানার এজাহারের খবর পেয়ে রফিকুল ইসলাম জামালের উপস্থিতিতে আসামীরা আমাকে কুপিয়ে জখম করে। গত ৮ নভেম্বর বিকেল ৫ টার দিকে এ ঘটনায় কাঠালিয়া থানায় আমি বাদী হয়ে রফিকুল ইসলাম জামালসহ ১০ জনকে আসামী করে আরো একটি এজাহার দেই। এতে তিনি উল্লেখ করেন আসামীরা আমার রাজনৈতিক প্রতিপক্ষ। আমি বিএনপির কাঠালিয়া উপজেলা সাবেক সাধারন সম্পাদক। ঝালকাঠির এজাহারকে কেন্দ্র করে জামালের নির্দেশে আসামীরা দা দিয়ে কোপ দেয়। এতে আমি রক্তাক্ত জখম হই এবং বরিশাল শেবাচিম হাসপাতালে চিকিৎসা নেই। হঠাৎ করে এই পরিস্থিতির কারণ জানতে চাইলে জাকির হোসেন কবির বলেন, তারেক জিয়া আমাকে এলাকায় আগামী নির্বাচনকে সামনে রেখে কাজ করতে বলেছে। জামাল এ আসনের প্রার্থী হওয়ায় আমি তার আতংক। কিন্তু আমাকে এভাবে হামলা করে দমানো যাবেনা। আমি শাহজাহান ওমরের সাথে থাকলেও আওয়ামীলীগে যোগ দেইনি। রাজনৈতিক ভাবে জামালসহ এ আসনে সব কজন বিএনপির প্রার্থীর চেয়ে আমি সিনিয়র। আপনতো দল তথকে বহিস্কৃত তাহলে কি ভাবে নিজেকে বিএনপি নেতা দাবি করেন এমন প্রশ্নে জবাবে তিনি কোন সদুত্তোর দিতে পারেনি।
এ বিষয়ে বিএনপি কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল বলেন, তার উপর হামলার এঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। সে ওমরের সাথে আওয়ামীলীগের রাজনীতিতে সক্রিয় ছিল। এখন আবার ওমরের পরামর্শে এসব হামলার নাটক সাজিয়ে পরিস্থিতি ঘোলাটে করতে চাইছে। এ বিষয়ে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্ব প্রাপ্ত এ্যাভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, কাঠালিয়ার জাকির হোসেন কবির বিএনপির কেন্দ্রীয় কমিটির আজীবন বহিস্কৃত এবং আওয়ামীলীগে যোদানকৃত নেতা। তার প্রাথমিক সদস্যসহ সকল সদস্য পদ বাতিল করা হয়েছে।
ঝালকাঠী আইনজীবী সমিতিতে তিনি যে ঘটনা উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছে সেখানে এরকম কোন ঘটনা ঘটেনি। বিগত স্বৈরাচার সরকারের ৭ জানুয়ারির পাতানো নির্বাচনের আগে সংবাদ সম্মেলনে ঘোষনা দিয়ে শাহজাহান ওমরের সাথে আওয়ামীলীগের নির্বাচনে অংশ নিয়ে ছিল এই কবির। এখন বিএনপির সুদিন ফিরে আসায় দলে ফিরতে এসব করে চাপ সৃষ্টির পায়তারা করছে। মূলত সেই সময় বিএনপি থেকে বহিস্কৃত হওয়ায় আমাদের কেন্দ্রীয় নেতা জামাল ভাইসহ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তৃতীয় পক্ষের ইন্ধনে এসব করছে। এ বিষয়ে কাঠালিয়া থানার ওসি মং চেং লা জানান, তার এজাহারে আসামী হিসাবে যাদের নাম উল্লেখ আছে প্রাথমিক তদন্তে সম্পৃক্ততা নেই। তাই তাকে থানায় আসতে বলেছি। তিনি চাইলে আদালতেও মামলা দিতে পারেন। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ভিকটিম নিজে আসেনি, লোক দিয়ে লিখিত এজাহার কপি থানায় জমা দিয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তি ব্যবস্থা।