9 May- 2025 ।। [bangla_date]


ঝালকাঠিতে শিক্ষার্থীদের অধিকার ও দায়িত্ব সচেতনতায় ক্যাম্পেইন অনুষ্ঠিত

দূরযাত্রা রিপোর্টঃ ১০ নভেম্বর রবিবার সকালে জাগো ফাউন্ডেশন এর ইয়ুথ শাখাভলান্টিয়ার ফর বাংলাদেশ(ভিবিডি) ঝালকাঠি জেলা শাখা “আমার অধিকার আমার দায়িত্ব” শীর্ষক একটি সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করে। এ ক্যাম্পেইনের লক্ষ্য ছিল ছাত্র ছাত্রীদের মধ্যে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং তাদেরকে দেশের সক্রিয় ও সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রাণিত করা।  ঝালকাঠির সুপ্রতিষ্ঠিত উদ্বোধন মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এ আয়োজিত এই ক্যাম্পেইনটি দুপুর ১২টায় শুরু হয় এবং সফলভাবে সম্পন্ন হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৬০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। তারা বিভিন্ন কার্যক্রম ও আলোচনার মাধ্যমে নাগরিক হিসেবে কীভাবে নিজের অধিকার রক্ষা এবং দায়িত্ব পালন করতে পারে সে সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান অর্জন করে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক  মোহাম্মদ আনিসুর রহমান পলাশ। এছাড়াও স্কুলের শিক্ষকবৃন্দ ও ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঝালকাঠি জেলা শাখার বোর্ড ও কমিটি সদস্যরাও উপস্থিত ছিলেন। ক্যাম্পেইনে তারা নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন থেকে সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।  উল্লেখযোগ্যভাবে ভলান্টিয়ার ফর বাংলাদেশ ঝালকাঠি জেলার বোর্ড সদস্যরা এই ক্যাম্পেইনের নেতৃত্ব দেন। তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রত্যেক নাগরিকের উচিত নিজের অধিকার নিয়ে সচেতন থাকা এবং তা পালনে সক্রিয়ভাবে কাজ করা। তবেই সমাজে উন্নয়ন সম্ভব হবে এবং লক্ষ্যপানে অগ্রসর হওয়া সহজ হবে। এ ধরনের উদ্যোগ তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
ঝালকাঠিতে কারারক্ষী পদে স্বাস্থ্য পরীক্ষা বাতিলের দাবিতে বিক্ষোভ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অভিযোগ নার্সিং ডিপ্লোমাকে স্নাতকের দাবিতে ঝালকাঠির পাশা নার্সিং শিক্ষার্থীদের শাটডাউন কর্মসূচি ধর্ম বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ঝালকাঠি জেলা বিএনপি আহ্বায়কসহ নেতৃবৃন্দের অভিযোগ ঝালকাঠি সুগন্ধা নদী থেকে শ্রমিকের মৃতদেহ উদ্ধার ১৫০ শয্যার ঝালকাঠি সদর হাসপাতাল উদ্বোধনের দেড় বছরেও চালু হয়নি ঝালকাঠিতে জেলা রোভার স্কাউটের লিডার বেসিক কোর্স উদ্ধোধন রাজাপুরে পদ স্থগিত নেতা নাসিমের বিরুদ্ধে এবার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবরে অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সংকেতের অপেক্ষায় ঝালকাঠির কাউন্সিল, দিনক্ষণ ঠিক না হলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে ঝালকাঠিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে ২০ লাখ টাকার চেক প্রদান ঝালকাঠিতে কেন্দ্রে নকল ও সহায়তা করায় ১২ পরীক্ষার্থী বহিষ্কার ১৩ শিক্ষকের অব্যাহতি