নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকাঠির নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত উপ-সহকারী কমিনিউটি মেডিকেল অফিসারদের অফিস চলাকালীন সময়ে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখা বন্ধ করতে নোটিশ প্রদান করছে কর্তৃপক্ষ। গত ১৩ নভেম্বর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শিউলী পারভীন স্বাক্ষরিত এক অফিস আদেশ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করেন, অত্র হাসপাতালের এসওসিএমওগনের অনেকেই সকাল-৮.০০ হতে দুপুর ২.৩০ মিনিট (অফিস চলাকালীন) পর্যন্ত হাসপাতাল ব্যতিত বাহিরে চেম্বার করেন বলে তিনি অবগত আছেন। যাহা সম্পূর্ণ সরকারি চাকরী বিধি বহিভূত কাজ । তাই তিনি অফিস চলাকালীন সময়ে হাসপাতালের বাহিরে ব্যক্তিগত চেম্বারে রোগী না দেখার নির্দেশ দেন। একই সাথে এ আদেশ অমাণ্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সুপারিশ করবেন বলেও উল্লেখ করেন তিনি। সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজলো স্বাস্থ্য কমপ্লেক্সের সামনেসহ বেশ কয়েকটি স্থানে অফিস চলাকালীন সময়ে উপ সহকারী কমিনিউটি মেডিকেল অফিসারদের ব্যক্তিগত চেম্বারে থাকে রোগীদের দীর্ঘ লাইন । একই সাথে জড়ো হয় বিভিন্ন ওষুধ কোম্পানীর বিক্রয় প্রতিনিধিরাও। এতে রোগীরা সরকারি হাসপাতালে চিকিৎসা না নিয়ে ব্যক্তিগত চেম্বারে বিশেষ সেবা নিতে ভির জমায়। এতে ব্যহত হয় সরকারি হাসপাতালের বহি:র্বিভাগ সেবা কার্যক্রম। স্বাস্থ্য কর্মকর্তার এমন উদ্যেগে সাধুবাদ জানিয়েছেন নানা শ্রেণী পেশার মানুষ। এদিকে অফিস চলাকালীন সময়ে চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বার বন্ধের নোটিশ জারি হওয়ায় খুশি সাধারন রোগীরা।