নলছিটি (ঝালকাঠি) সংবাদদাতা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো.নজরুল ইসলামশনিবার সকাল ১০টায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেন । নলছিটি পৌর এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার দু'পাশে সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা স্থাপনা তৈরি একটি স্বার্থান্বেষী মহল। বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যাক্তি ক্ষমতার প্রভাবে এ সকল অবৈধ স্থাপনা নির্মাণ করলেও উচ্ছেদ অভিযানের উদ্যোগ নেয়নি কেউ। এসময় তিনি পৌরসভার মল্লিকপুর থেকে সূর্যপাশা রাস্তার ওপর ব্যাঙের ছাতার মত গড়ে ওঠা অবৈধ স্থাপনা দেয়াল ও ইমারতের অংশ উচ্ছেদ করেন। এরপর শহরের সবুজবাগ এলাকা হয়ে নান্দিকাঠি বাইপাস সড়ক পর্যন্ত সড়কে অভিযান পরিচালনা করেন। অবৈধ দখলদারদের তাদের স্থাপনাসমূহ সরিয়ে নিতে পৌরসভার পক্ষ থেকে একাধিকবার নির্দেশ দিলেও
তারা কর্ণপাত করেনি। এতে উক্ত সড়কগুলোর দীর্ঘদিন নিমার্ণ কাজ বন্ধ থাকায় পৌর প্রশাসক এ অভিযান শুরু করে। জানা গেছে, মল্লিকপুর ব্রিজ ভায়া জবি খান পোল হতে সুর্যপাশা পর্যন্ত সড়কটি ২০২০-২০২১ অর্থবছরে ১ কোটি ৫ লক্ষ ৩৪ হাজার ৪৩৮ টাকা বরাদ্ধে পাকাকরণের লক্ষে নলছিটি পৌরসভার কার্যাদেশ পায় প্রিন্স কনষ্ট্রাকশন নামের একটি ঠিকাদার প্রতিষ্ঠান। এ সড়কে অবৈধ স্থাপনা থাকাসহ নানান জটিলতায় প্রকল্পের মেয়াদ শেষ হলেও কাজ সম্পন্ন করেনি। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় সৃষ্টি হয়েছে চরম জনদুর্ভোগ। সাম্প্রতিক সড়কটি যান চলাচলের অনুপযোগী হলে সংস্কারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেন। এতে বিষয়টি নজরে আসে পৌর প্রশাসকের। তাই সড়কের নির্মাণ কাজ দ্রুত শুরু করতে শনিবার পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করা হয়। পৌর নির্বাহী কর্মকর্তা মো.আবুল হোসেন তালুকদার জানান, শুধু মল্লিকপুর ও সবুজবাগ এলাকাই নয়, পুরো পৌরসভার বিভিন্ন সড়কের পাশ বেদখল হয়ে গেছে। অবৈধ দখল হয়েছে এমন সব জায়গা দ্রুতই দখলদার মুক্ত করা হবে। পৌর প্রশাসক মো.নজরুল ইসলাম বলেন, ‘জনভোগান্তির সৃষ্টি হয় এমন সবকিছু দূর করতে পৌরসভার বাসিন্দাদের পাশে থাকার জন্য বদ্ধপরিকর সরকার। নলছিটি পৌরসভার সড়ক যানজটমুক্ত করা এবং পরিচ্ছন্ন একটি নানন্দিক শহর গড়তে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান । এদিকে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে স্থানীয়রা। তাঁরা জানান, যেসব স্থাপনা ভাঙ্গা হয়েছে তা সবটাই সরকারি জমিতে ছিল। দীর্ঘদিন ধরে সড়কের পাশের এসব স্থাপনা থাকার কারণে সড়ক পুন:নির্মাণ করা যায়নি। অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সকল সড়ক প্রসস্তকরণের উদ্যোগ গ্রহণ করায় পৌর প্রশাসককে ধন্যবাদ জানিয়েছেন তারা।