দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে কিছু রিক্সাচালকদের বিরুদ্ধে ইভটিজিং ও হয়রানীর অভিযোগ করেছে স্কুল ছাত্রী অভিভাবকরা। কমাস ধরে এ ধরনের ঘটনায় আতংকিত অভিভাবক মহল দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। একাধিক শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শহরের কুমারপট্টি থেকে কামারপট্টি মোড়, শিল্পকলা একাডেমী-মিনিপার্ক থেকে চাঁদকাঠী চৌমাথা, রোনালস রোড, পৌর আদর্শ বিদ্যালয়ের রাস্তায় এই ধরনের ইভটিজিং এর শিকার হচ্ছেন ছাত্রীরা। জানা গেছে, কিছু যুবক বয়সী রিক্সাচালক স্কুল শুরু কিংবা ছুটি হওয়ার পূর্বে স্কুল সংলগ্ন বিভিন্ন রাস্তায় অবস্থান নেয়। এরপর স্কুলে আসা-যাওয়ারা পথে তাদের টার্গেট করে ছাত্রীদের পেছন পেছন রিক্সা চালিয়ে যায় এবং বিভিন্ন ভাবে হয়রানী করে। শুধু স্কুল চলাকালীন কিংবা ছুটির সময়ই নয়, ছাত্রীরা প্রাইভেট পড়তে গেলেও
ওইসব বখাটে রিক্সাচালকরা বিভিন্ন ভাবে ছাত্রীদের উত্যাক্ত করে বলেও অভিভাবকরা জানায়। কজন অভিভাবক অভিযোগ কওে বলেন, স্কুল শুরু কিংবা ছুটির সময় বখাটে রিক্সাওয়ালারা অশ্লীল কথা বার্তা বলতে বলতে রাস্তায় ছাত্রীদের পেছন নেয়। আপু ভাড়া লাগবে না, আপনাকে আমার ভাল লাগে ইত্যাদি নোংরা
কথাবর্তা ও অঙ্গভঙ্গির মাধ্যমে প্রায়ই ছাত্রীদের উত্যক্ত করে চলেছে। এরা ছাত্রীদের কাছে মোবাইল নাম্বারও চায়। নবম শ্রেনীর একজন ছাত্রী জানায়, রাস্তায় অশ্লিল অঙ্গভঙ্গি এবং অশ্লিল কথাবার্তা বলে উত্যোক্ত করে বখাটে রিক্সাচালক। এ ব্যাপারে পার্শবর্তী দোকান কিংবা পরিচিত কাউকে কিছু বলতে যাওয়া মাত্র দ্রুত
ব্যাটারী চালিত রিক্সা চালিয়ে স্থান ত্যাগ করে সরে যায়। চতুর্থ শ্রেনীতে পড়ুয়া একজন ছাত্রী জানায়, স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে বখাটে এক রিক্সাচালক তার পিছু নেয় এবং বিভিন্ন নোংরা ধরনের কথা বলে। টাকা লাগবে না, ঘুড়তে নিয়ে যাবে, ঘোরা শেষে বাসায় পৌছে দেব ইত্যাদি বিভিন্ন ভাবে প্রলোভন দেখায়। এ ব্যাপারে প্রশাসনের নজরদারী জোরদার করার পাশাপাশি স্কুল সংলগ্ন বাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সবাইকে বিষয়টির দিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ করছে অভিভাবকগন।