দূরযাত্রা রিপোর্ট কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ঝালকাঠি শাখার উদ্যোগে শহরের কালিবাড়ি এলাকায় কম দামে নিত্য পণ্যের বাজার উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, বাজার নিয়ন্ত্রণে এর আগে বৈষম্য বিরোধী ছাত্ররা ক্রয় মূল্যে সবজি বিক্রির মাধ্যমে আলোড়ন সৃষ্টি করে মানুষের ভালো সারা পেয়েছে। সিন্ডিকেট ভাঙতে এ ধরনের বাজার ব্যবস্থা সবাইকে চালু করার আহ্বান জানান। যাতে করে জনগণ সুলভ মূল্যে সকল পণ্য ক্রয় করতে পারেন। সুলভ মূল্যের বাজারে প্রতিকেজি চিনি ১২৫ টাকা , আলু ৬২ টাকা, মুসর ডাল ১০৫ টাকা, পেয়াজ ১০৫ টাকা বিক্রি করা হয় । ক্যাব ঝালকাঠি জেলা কমিটির সহ সভাপতি মু. আল আমীন বাকলাই বলেন, ‘বাজারে নানা রকম পণ্যদ্রব্যের পাইকারি ও খুচরা মূল্যের মধ্যে যে পার্থক্য তা অস্বাভাবিক। ভোক্তাদের স্বার্থে আমরা ক্রয় মূল্যে আমরা পন্য বিক্রি করছি । এরপর আমরা বরিশাল থেকে পণ্য ক্রয় করে ঝালকাঠিতে বিক্রি করার মাধ্যমে দাম আরো একটু কম হবে। আমাদের উদ্দেশ্য সিন্ডিকেট করে যাতে পণ্যের মূল্য বৃদ্ধি করতে না পারে। সেই লক্ষ্যে আমাদের বাজার সব সময় খোলা থাকবে। ১৭ নভেম্বর সকাল ১০ টায় ঝালকাঠি সঠিক বাজার ব্যবস্থাপনা ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণে ক্যাব সদস্যদের আয়োজনে এ বাজার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় । ঝালকাঠি সদর থানার আফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মনিরুজ্জামান, উপস্থিত ছিলেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সভাপতি ইলিয়াস সিকদার ফরহাদ, সিনিয়র সহ-সভাপতি আল- আমিন বাকলাই, জয়েন্ট সেক্রেটারি প্রশান্ত দাস হরি , সংগঠনিক সম্পাদক নাছিমা কামাল ও সদস্য এস এ জুয়েল হাওলাদার।