দূরযাত্রা রিপোর্ট: কৃষিই সমৃদ্ধি” ঝালকাঠিতে লাউ জাতীয় সবজি উৎপাদন বৃদ্ধি প্রকল্পের প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের বাড়ৈয়ারা গ্রামে অনুষ্ঠিত মাঠ দিবস প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোহাম্মদ নজরুল ইসলাম শিকদার। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আলী আহম্মদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক কৃষিবিদ মোঃ মনিরুল ইসলাম,অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ ইসরাত জাহান মিলি। এসময় কৃষিবিদরা বলেন,লাউ চাষ একটি ভালজনক ফসল।রাস্তার ধারে লাউ সবজি চাষ করে কৃষকরা অর্থনৈতিক ভাবে লাভবান হতে পারে। একমাত্র কৃষিই পারে কৃষকের আয় বারাতে আর্থসামাজিক পরিবর্তন গটাতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকের পাশে থেকে লাউ জাত সবজি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে। খরিফ-২/২০২৪-২৫ মৌসুমে বরিশাল, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরীয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে এ মাঠ দিবসে শতাধিক কৃষক কৃষাণী উপস্থিত ছিলেন। এছাড়া কর্মকর্তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন।