দূরযাত্রা রিপোর্টঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশে অনুষ্ঠিত হয়।
সভায় এ বিপ্লবে জিয়াউর রহমান কে মুক্ত করার মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র মুক্ত হয়েছে এবং প্রতিষ্ঠিত হয়েছে বহুদলীয় গণতন্ত্র বলে উল্লেখ করা হয়। এজন্য রাষ্ট্রীয় ভাবে সিপাহী জনতার বিপ্লব কে জাতীয় দিবস পালন করার আহবান জানান সমাবেশের প্রধান অতিথি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট মোঃ শাহাদাৎ হোসেন ।
২৩ নভেম্বর শনিবার সিদ্ধকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি এ্যাড. নাসিমুল হাসান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনিসুর রহমান হেলাল, সাধারণ সম্পাদক মোঃ সেলিম গাজী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নলছিটি উপজেলা বিএনপির সিনিঃ
সহ-সভাপতি মোঃ জুলফিকার বিশ্বাস, যুগ্ম সম্পাদক গোলাম মুসা রতন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম শরিফ, নলছিটি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ লিটন, সাংগঠনিক সম্পাদক মোঃ রুস্তুম তালুকদার, মোঃ রফিকুল ইসলাম রবিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন, নলছিটি উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সালাউদ্দিন শাহিন, সিনি: যুগ্ম আহবায়ক মোঃ লাভলু তালুকদার, নলছিটি উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহবায়ক মোঃ আদিব হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ কামরুজ্জামান সুমন, সদস্য সচিব সহেল খান, পৌর মহিলা দলের সভাপতি নাজমুন নাহার কলি, শ্রমিক দলের সভাপতি মোঃ মিজানুর রহমান, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ সামিম মল্লিক, উপজেলা তাঁতী দলের গোলাম রাব্বানী প্রমুখ।
আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের প্রত্যেকটি ক্রান্তিলগ্নে হাল ধরেছেন। ২৬ মার্চ স্বাধীনতার ঘোষণার দিয়ে সম্মুখ সমরে যুদ্ধ করেছে। ৭৫ এ সিপাহি জনতা বন্দিদশা থেকে জিয়াউর রহমান কে মুক্ত করে এদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়েছে। তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের ইতিহাসে ও মানুষের হৃদয়ে জিয়াউর রহমানের নাম লেখা থাকবে বলে বক্তারা তাদের বক্তব্যে তুলে ধরেন ।