23 November- 2024 ।। [bangla_date]


রাজাপুরে ওমরকে আসামী করে দ্বিতীয় মামলায় যুবদল নেতাকে আসামী করা নিয়ে বিতর্ক

রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতাঃ ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমর বীর উত্তমকে প্রধান আসামিকে করে দলের ৫৩ জনের নামে রাজাপুর থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে।  তবে সাবেক উপজেলা যুবদল সহসভাপতি কিসমতকে এ মামলায় আসামী করার বিষয়টি নিয়ে বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। ২২ নভেম্বর রাতে উপজেলা বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ বেশকিছু অভিযোগ এনে বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ বাদী হয়ে এ মামলা দায়ের করেন (মামলা নম্বর-৫)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃমনিরুজ্জামান, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ হোসেন শহীদ জিলানী মিলন মাহমুদ (বাচ্চু মৃধা), রাজাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ জিয়া হায়দার খান লিটন, সাবেক উপজেলা
ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল হাসান বাপ্পি মৃধা, কাঁঠালিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আঃ জলিল মিয়াজি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজাপুর শাখার চেয়ারম্যান ও যুবলীগ নেতা মোঃ সুমন সিকদার, বড়ইয়া ইউপি চেয়ারম্যান মোঃ সাহাব উদ্দিন সুরু মিয়াসহ ৫৩জন। এছাড়াও ১৫০জন ব্যক্তিকে অজ্ঞাত আসামী করা হয়েছে। তবে এ মামলায় রাজাপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি হাফিজুর রহমান কিসমত ফরাজীকেও আসামী করা হয়েছে। ৪৫ নং আসামী কিসমত তাকে আসামী করার বিষয়ে বলেন, রাজাপুর থানায় বিগত আওয়ামীলীগের করা মিথ্যা নাশকতা ১৩টি
মামলার আসামী। ২০১৪ সনে ৫ জানুয়ারি নির্বাচনের আগে২৮ তারিখ রাতে আওয়ামলীগের সন্ত্রাসীরা কুপিয়ে একটি হাত পঙ্গু করে দেয়। ৬ মাস হলিফ্যামিলি হাসপাতালে ছিলাম চিকিৎসাধীন। আমি দেশ নায়ক তারেক রহমানের দেয়া পঙ্গুত্ব বরণকরা গিফট কার্ড পাই প্রতি বছর। মোট ৮৭ দিন কারাবরণ করেছি। সামনের কমিটিতে যাতে আমি না থাকতে পারি সে কারণেই আমাকে আসামী করা হয়েছে। এটা দলের স্বার্থ নয় নিজের স্বার্থের ফায়দা হাসিল করতেই উপজেলার এক নেতা
চক্রান্ত করে আমাকে আসামী করেছে। যার সাথে আমার দলের কিছু বিষয় নিয়ে বিরোধ চলছে। উপজেলা বিএনপি সভাপতি ও সম্পাদক যে কটি মামলায় আসামী আমিও সেই কটি মামলায় আসামী। কিসমত বলেন, বিগত দিনে দলের জন্য পঙ্গুত্ব বরণ করেও দলের মামলায় আসামী করে আমার প্রতি অবিচার করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার দুপুরে কাঁঠালিয়া উপজেলা অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় ঝালকাঠি-১ আসনের সাবেক সংসদ সদস্য শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে ঝালকাঠি আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।ওইদিন সকালে বাড়িতে আসার পথে রাজাপুরের উত্তর পিংড়ি এলাকায় তার বহনকারী গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা এবং তার বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ওই ঘটনায় থানায় অভিযোগ জানাতে গেলে শাহজাহান ওমরকে গ্রেপ্তার করে
পুলিশ। এজাহার সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালের ৩০ নভেম্বর বৃহস্পতিবার বাইপাস মোড় এলাকায় রাজাপুর উপজেলা বিএনপির প্রধান কার্যালয় সংগঠনের কর্মী সমবেশে আসামীরা হামলা ভাংচুর করে। তারা  লোহার রড, হকস্টিক, জিআই পাইপ, রামদা, চায়নিজ কুড়াল, হ্যানা, অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্যসহ দেশিয় অস্ত্র-সন্ত্র নিয়ে পার্টি অফিসের সামনে উপস্থিত হয়ে নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে ককটেল বিস্ফোরন ঘটায়। মামলার বাদী উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. তালুকদার আবুল কালাম আজাদ বলেন, দেশে তৎকালীন সময়ে এক দলীয় স্বৈরশাসন ব্যাবস্থা থাকায় রাজাপুর থানায় মামলা দায়ের করা সম্ভব হয়নি। বর্তমান দেশে সুষ্ঠ ও স্বাভাবিক পরিবেশ হওয়ায় এবং সু-শাসন ন্যায় বিচারের প্রত্যাশায় দলীয় নেতা কর্মীদের সাথে আলাপ আলোচনা করে মামলা দায়ের করেছি।
রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, এ মামলায় লাল মৃধা নামে একজনকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media




More News Of This Category




Mobile : 01712387795

Email:dailydurjatra@gmail.com
টপ
নলছিটিতে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের জনসমাবেশ অনুষ্ঠিত রাজাপুরে ওমরকে আসামী করে দ্বিতীয় মামলায় যুবদল নেতাকে আসামী করা নিয়ে বিতর্ক ১ যুগ পর দেশে ফিরে নিউইয়র্ক বিএনপি সভাপতি সেলিম রেজা মায়ের কবর জিয়ারত করেন নলছিটিতে গর্ভবতী ও দুগ্ধদানকারী মায়ের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু ঝালকাঠিতে বিপ্লব ও সংহতি দিবসে বিএনপি নেতৃবৃন্দের এলাকায় থাকা আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি নলছিটি ডিগ্রি কলেজে টাকা নিয়ে প্রবেশপত্র প্রদানে অভিযোগ যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত ওমরের গাড়ি ভাংচুর থানায় আশ্রয় নিতে গিয়ে গ্রেফতার ডিম জুতা নিক্ষেপ বিক্ষোভ সাত জেলার কৃষি উন্নয়নে ঝালকাঠিতে প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত নলছিটিতে পুলিশ ওপেন হাউজ ডে অনুষ্ঠানে পুলিশ সুপার