দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠি পৌর এলাকায় অবৈধ অটো রিকশা বন্ধে কর্তৃপক্ষের অভিযানে ২৪ নভেম্বর শহরের বিভিন্ন সড়ক থেকে পৌরসভার লাইন্সেস বিহীন ১৩ টি অটোরিকশা আটক করেছে পৌর কর্তৃপক্ষ।
এবিষয়ে পৌরসভার লাইন্সেস পরির্দশক মোঃ রাকিব হোসেন বলেন, পৌর প্রশাসকের নির্দেশে পৌরসভার লাইসেন্সবিহীন অটো রিকসা বন্ধে আমাদের এ অভিযান। অবৈধ অটোর জন্য মানুষের ভোগান্তি কমাতে অভিযান অব্যাহত থাকবে। আমরা কোন জরিমানা করছি না অটো ড্রাইভার দের বলছি আপনারা পৌর এলাকার বাহিরে অটো রিক্সা চালাবেন। লাইসেন্সবিহীন অটোরিকশা ঝালকাঠি পৌরসভায় চলবে না। প্রাথমিক ভাবে তাদের কাছ থেকে লিখিত নিয়ে অটো ফিরিয়ে দেওয়া হবে।
এ বিষয়ে অটো ড্রাইভার মানপাশা এলাকার মাহিন বলেন, আমি রোগী নিয়ে সিটি ক্লিনিকে নামিয়ে দিয়ে আসার পথে আমার অটোরিকশাটি আটক করে পৌর কর্তৃপক্ষ। তারা বলেছেন বিকেলে আসুন আপনার অটো ছেড়ে দেওয়া হবে।
অবৈধ অটো রিক্সা বন্ধে পৌর কর্তৃপক্ষের অভিযান কে স্বাগত জানিয়ে সাধারণ মানুষ বলছে ঝালকাঠি শহরের চেয়ে অটো রিক্সা অনেক বেশি। রাস্তায় চলাচল করতে খুব সমস্যা হয়। যত্রতত্র দাড়িয়ে থাকায় ও চলাচলে সব সময় যানজট লেগেই থাকে। অবৈধ অটোরিক্সা বন্ধে প্রশাসনের আরও কঠোর হতে হবে।