দূরযাত্রা রিপোর্টঃ ঝালকাঠিতে রং মিশ্রিত ভেজাল শিশু খাদ্য, বেশি দামে তেল বিক্রির অভিযোগে ২ লাখ এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভেজাল বিরোধী টাস্কফোর্সের অভিযানে শহরের কুমার পট্টি রোডের মেসার্স যুগল কৃষ্ণ পালকে এ জরিমানা করা হয়। বুধবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। এতে উপস্থিত ছিলেন টাস্কফোর্স কমিটির সদস্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা, কৃষি বিপনন কর্মকর্তা মাহবুবুল হাসান, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ এর যুগ্মসম্পাদক প্রশান্ত দাস হরি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিরুল ইসলাম জানান, শিশু খাদ্যে অস্বাস্থ্যকর রং মেশানো, ভেজাল খাদ্য বিক্রির অভিযোগে মেসার্স যুগল কৃষ্ণ পালকে দুই লাখ টাকা জরিমানা এবং ১৭লাখ টাকা মূল্যের মজুদকৃত সয়াবিন তেল বেশি দামে বিক্রির অভিযোগে এক হাজার টাকা জরিমানা করা হয়। রং মেশানো শিশু খাদ্য ও ভেজাল খাদ্যসমূহ জব্দ করে প্রকাশ্যে নষ্ট করা হয়েছে। সয়াবিন তেল বিক্রেতাকে সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।