দূরযাত্রা রিপোর্টঃ সংবিধান সংশোধন কমিশনের সদস্য মঈন আলম ফিরোজী বলেছেন, নতুন বাংলাদেশে যে সংবিধান এ প্রজন্ম থেকে ভবিষ্যত প্রজন্মে আলো ছড়াবে আমারা সেরকম একটি সংবিধান প্রনয়নে কাজ করে যাচ্ছি। যার সুফল আগামী দুইশ বছর এ দেশের মানুষ ভোগ করে যাবে।কেউ চাইলেই তাদের সুবিধার জন্য সংবিধান কাটা ছেরা করতে পারবে না। দেশের প্রতিটি মানুষের মতামতের উপর গুরুত্ব দিয়ে সংবিধান সংস্কার করার জন্য প্রস্তাব দেওয়া হবে। আশাকরি সকল
রাজনৈতিক দলের অংশ গ্রহনে দেশের জন্য মঙ্গলকর সুন্দর একটি সংবিধান হবে। ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ ঝালকাঠি আইনজীবী গনের ভাবনা শীর্ষক আলোচনা সভায় মুখ্য আলোচক হিসাবে মঈন আলম ফিরোজী এ কথা বলেন।
গত বৃহস্পতিবার সকালে জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক জিপি এ্যাডভোকেট সৈয়দ হোসেন, জেলা জামায়াতের আমির এ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মাহেব হোসেন।
এদিকে বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবে ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ ঝালকাঠিবাসীর ভাবনা শীর্ষক পৃথক এক পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক হিসেবে ব্যারিস্টার এম. মঈন আলম ফিরোজী বলেন, সংবিধান সংস্কার কমিশনের কাজ হচ্ছে সংবিধানের অসঙ্গতি গুলো তুলে ধরা। ভবিষ্যত প্রজন্মের কাছে এমন একটি সংবিধান রেখে যেতে চাই, যা দৃষ্টান্ত হয়ে থাকবে। সেই আলোকে আমরা কাজ করছি। সকল শ্রেণির মানুষকে নিয়ে পর্যালোচনার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে।
ঝালকাঠি প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আক্কাস সিকদারের সঞ্চালনায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যক্ষ ফরিদুল হক, জেলা জাসদ এর সভাপতি মো. সোহরাব হোসেন, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন হিমু, জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি এ্যাডভোকেট নুর হোসেন, সাবেক
সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মল্লিক মু. নাসির উদ্দিন কবির, টিটিসির অধ্যক্ষ শামীম আহমেদ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক এনামুল হক, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি ও টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের আহবায়ক আল-আমিন তালুকদার, সদস্য সচিব অলোক সাহা, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক আ.স.ম মাহমুদুর রহমান পারভেজ, টেলিভিশন সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম।