দূরযাত্রা রিপোর্টঃ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঝালকাঠির কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে প্রসন্ন কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট সৈয়দ হোসেন।
প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডভোকেট শাহাদাৎ হোসেন। ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আনিসুজ্জামান চপল এর সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা বিএনপি সভাপতি অধ্যাপক এস.এম এজাজ হাসান,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা,তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. কামরুল হাসানসহ আরো অনেকে। সমাবেশে বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা- কর্মীরা মিছিল নিয়ে সমবেত হয়।
বক্তারা বলেন, আওামী ফ্যাসিবাদী সরকার বিগত ১৬ বছর বিএনপিকে রাজপথে আন্দোলন সংগ্রাম করতেম দেয়নি। নেতাকর্মীদের মামলা দিয়ে জেল জুলুম চালিয়েছে। ছাত্র নজতার আন্দোলন আজ নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এখনো ফ্যাসিবাদী শেখ হাসিনা নানা ভাবে ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতা- কর্মীদের কাজ করতে হবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক
শরিফুল হক প্লেটো।