দূরযাত্রা রিপোর্টঃ কাঁঠালিয়া উপজেলায় প্রেমিকা পালিয়ে যেতে রাজি না হওয়ায় শোভন তালুকদার (২৮) নামে এক যুবক বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। গত রোববার সকালে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থার তার মৃত্যু হয়।
এরআগে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলার ছাগলের হাট এলাকায় বসে বিষ পান করেন তিনি।শোভন কাঁঠালিয়া উপজেলার বানাই এলাকার ফিরোজ আলম তালুকদারের ছেলে। কাঁঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।