দূরযাত্রা রিপোর্টঃ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে ৩ ডিসেম্বর সকালে ঝালকাঠি জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং সিভিল সার্জন এইচ এম জহিরুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক শাহপার পারভীন।
আলোচনা সভায় বক্তারা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তাদের উন্নয়নে নেতৃত্বমূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। এই ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে এবং তাদের সমাজের মূলধারায় অন্তর্ভুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।