দূরযাত্রা রিপোর্টঃ আদালতের নির্দেশে ৫মাস পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার রাকিবুল ইসলাম বুলেটের (২০) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।
৩ ডিসেম্বর দুপুরে আদালতের নির্দেশে কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান থেকে তার লাশ উত্তোলন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মং চেনলা। রাকিবুল ইসলাম বুলেট উপজেলার মহিষকান্দি গ্রামের দিনমজুর মো:
জাহাঙ্গীর হোসেন হাওলাদারের ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাকিবুল ঢাকার চানখারপুল এলাকার একটি প্লাস্টিক কোম্পানিতে কাজ করতেন। সরকার পদত্যাগের ১ দফা দাবিতে গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। তখন দুপুরে ঢাকার চানখারপুল এলাকায় গুলিতে রাকিবুল ইসলাম বুলেট গুলিবিদ্ধ হয়। পরবর্তীতে তাকে ড. সলিমুল্লাহ মেডিকেল কলেজে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা গত ২৩ সেপ্টেম্বর ঢাকার চকবাজার মডেল থানায় একটি হত্যা মামলা করেন। মামলার বাদী জাহাঙ্গীর হোসেন জানান, গত ৫ আগষ্ট ঢাকায় ছাত্র-জনতার আন্দোলনের সময় রাকিবুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়। বৈষম্যবিরোধী ছাত্রদের সহায়তায় রাকিবুলের লাশ বাড়িতে আনা হয়। রাতেই লাশ ময়নাতদন্ত ছাড়াই ঢাকা থেকে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। রাকিবুলের মেঝ ভাই মো. রাহাত বলেন, আদালতের নির্দেশে মঙ্গলবার দুপুরে কবর থেকে লাশ উত্তলন করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। রাত ৮টার দিকে লাশ বাড়িতে দিয়ে গেছে। এরপর তাকে করবে দাফন করা হয়েছে।
কাঁঠালিয়া থানার ওসি মং চেনলা জানান, ডিএমপির চকবাজার থানার মামলায় আদালতের নির্দেশে ময়নাতদন্তের জন্য তার লাশ উত্তোলন করা হয় ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।